01/12/2023 : 9:02 AM
আমার বাংলা

স্বাস্থ্য পরীক্ষা শিবির ও এবং সংস্কৃতিক অনুষ্ঠান সাতগেছিয়াতে

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ২৭ ডিসেম্বর ২০২২:


বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সাতগেছিয়া বাজার হাইস্কুলেও স্পোটিং ক্লাব ময়দানে।
সাতগেছিয়া ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে ফ্রি হেলথ চেকআপ, যেমন মেডিসিন, সুগার, ব্লাড প্রেসার সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করেন বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে। পাশাপাশি এলাকার আদিবাসী সম্প্রদায় একটি সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।


এই কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন সাতগেছিয়া ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক রমেশ মান্ডি, সভাপতি সর্বেশ্বর সরেন, কোষাধ্যক্ষ কালেশ্বর সরেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ সুশীল মুর্মু, ডঃ প্রবীর মান্ডি সহ আরো অনেকে।

Related posts

সামাজিক বিধি নিষেধ মেনেই শুরু হল যাত্রার রিহার্সাল

E Zero Point

হাফ মাস হতে চললো!!! ‘ডিসেম্বর ধামাকা’…..শেষ পর্যন্ত ‘কাকলি ফার্ণিচার’ হবে না তো?

E Zero Point

প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজী উদ্ধার রঘুনাথগঞ্জে

E Zero Point

মতামত দিন