06/06/2023 : 10:13 PM
আমার বাংলাগুসকরাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বি.জে.পির আই.টি সেল ‘ফেক নিউজ’ ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেঃ বিধায়ক অভেদানন্দ থান্দার

স্টাফ রিপোর্টার, গুসকরাঃ তৃণমূল দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর নির্দেশে গত৬ ই জুন, পূর্ব বর্ধমানের গুসকরায় নিজস্ব দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন আউসগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার। সাংবাদিক সম্মেলনে বিধায়ক বলেন – তিনি এবং দলীয় নেতা-কর্মীরা এই দুর্দিনে দলমত নির্বিশেষে আউসগ্রাম বিধানসভার প্রতিটি দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বিধায়কের অভিযোগ রেশন ও করোনা নিয়ে বি.জে.পির আই.টি সেল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনবরত ‘ফেক নিউজ’ ছড়িয়ে রাজ্যের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এছাড়া একেবারে সামনে দাঁড়িয়ে থেকে কিভাবে মমতা ব্যানার্জ্জী করোনা ও আমফান বিপর্যয়ের মোকাবিলা করে রাজ্যের উন্নয়নের চাকা সচল রেখেছেন।
উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আউসগ্রাম ১নং ও ২নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সালেক রহমান ও রামকৃষ্ণ ঘোষ, ব্লকের কার্যকরী সভাপতি প্রশান্ত গোস্বামী, গুসকরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কুশল মুখার্জ্জী সহ কয়েকজন দলীয় কর্মী।

Related posts

ভোটের খবরঃ সাতগেছিয়ায় তৃণমূলের নির্বাচনী প্রচার

E Zero Point

বাড়ির পরিচারিকাকে কেরোসিন দিয়ে আগুন লাগানোর অভিযোগ 

E Zero Point

জল্পনার অবসানঃ মেমারির পৌরপিতা স্বপন বিষয়ী, উপ-পৌরপিতা সুপ্রিয় সামন্ত

E Zero Point

মতামত দিন