29/11/2023 : 4:14 AM
আমার বাংলাগুসকরাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গুসকরা বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার, গুসকরাঃ একটি গাছ, একটি প্রাণ এই মন্ত্রে দীক্ষিত হয়ে রাজ্যবাসী বিশ্ব পরিবেশ দিবস পালনে উদ্যোগী হয়েছে। গত ৫ ই জুন পূর্ব বর্ধমানের গুসকরা বালিকা বিদ্যালয়ে প্রায় দশটি চারা গাছ রোপণ করলেন বিদ্যালয়ের সভাপতি কুশল মুখার্জ্জী।  তিনি জানান যে, ভবিষ্যতে এই গাছগুলি পরিবেশ দূষণ রোধ করার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির পক্ষে সহায়ক হবে। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষাকর্মী গৌতম দাস ও গুসকরা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর রত্না গোস্বামী।

একই দিনে গুসকরা মহাবিদ্যালয়েও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ৫০-৬০ টি চারাগাছ মহাবিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে বসানো হয়। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে  আয়োজিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন গুসকরা মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক গণেশ পাঁজা, গুসকরা শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি, আউসগ্রাম তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সহ মহাবিদ্যালয়ের ছাত্র তন্ময় গোস্বামী, মোবাস্বের সেখ, হেমন্ত গড়াই প্রমুখ।

Related posts

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

E Zero Point

কালনায় আবার বিনামূল্যে সবজিবাজার

E Zero Point

দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে দুর্গাপুর অঞ্চলের তৃণমূল কার্যালয়ে পতাকা উত্তোলন

E Zero Point

মতামত দিন