26/04/2024 : 9:38 PM
আমার বাংলাগুসকরাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গুসকরা বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার, গুসকরাঃ একটি গাছ, একটি প্রাণ এই মন্ত্রে দীক্ষিত হয়ে রাজ্যবাসী বিশ্ব পরিবেশ দিবস পালনে উদ্যোগী হয়েছে। গত ৫ ই জুন পূর্ব বর্ধমানের গুসকরা বালিকা বিদ্যালয়ে প্রায় দশটি চারা গাছ রোপণ করলেন বিদ্যালয়ের সভাপতি কুশল মুখার্জ্জী।  তিনি জানান যে, ভবিষ্যতে এই গাছগুলি পরিবেশ দূষণ রোধ করার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির পক্ষে সহায়ক হবে। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষাকর্মী গৌতম দাস ও গুসকরা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর রত্না গোস্বামী।

একই দিনে গুসকরা মহাবিদ্যালয়েও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ৫০-৬০ টি চারাগাছ মহাবিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে বসানো হয়। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে  আয়োজিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন গুসকরা মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক গণেশ পাঁজা, গুসকরা শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি, আউসগ্রাম তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সহ মহাবিদ্যালয়ের ছাত্র তন্ময় গোস্বামী, মোবাস্বের সেখ, হেমন্ত গড়াই প্রমুখ।

Related posts

“পাড়ায় পাড়ায় সমাধানে” মিটুক সমস্যাঃ পাল্লারোডে ৩ বছর ধরে খারাপ ডিপ টিউবেল পাম্প

E Zero Point

সাধারণ ধর্মঘটের সমর্থনে মেমারিতে বিশাল পদযাত্রা

E Zero Point

নম্বর প্লেট ছাড়াই রাস্তায় ছুটছে মোটর সাইকেল! মেমারিতে আটক ১৯টি বাইক

E Zero Point

মতামত দিন