01/02/2023 : 2:33 AM
আমার বাংলা

ভাতারের বলগোনাই গতকাল রাত্রে অনুষ্ঠিত হলো দুয়ার মজলিস

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ৩০ ডিসেম্বর ২০২২:


পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনাই সকল ধর্মের মানুষের শান্তি কামনায় অনুষ্ঠিত হলো একটি দুয়ার মজলিস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম নাসির উদ্দিন,

এলাকার সকল ধর্মের মানুষের সুস্থতা ও শান্তির কামনাই এই দুয়ার মজলিস বলে জানান প্রধান আয়োজক মজনু শেখ।

এলাকার বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছিলেন এই দুয়ার মজলিসে মজলিশ শেষে সকলের খাবারের ব্যবস্থা করেছিল কমিটি। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Related posts

বর্ধমানে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন ৪৯ জন

E Zero Point

ভাতারে একই জায়গায় পর পর দুদিন পথ দুর্ঘটনা

E Zero Point

তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে ওসি রাম সাহা

E Zero Point

মতামত দিন