26/04/2024 : 9:15 PM
আমার বাংলা

রক্তদান শিবির বৃদ্ধি করার লক্ষ্যে সভা বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ, বিশেষ সংবাদাতা, ১৩ ডিসেম্বর ২০২৩:


পূর্ব বর্ধমান জেলায় রক্তদান শিবির বৃদ্ধি করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও পশ্চিমবঙ্গ স্বেচ্ছা রক্তদান আন্দোলন সমিতির উদ্যোগে রক্তদান সংশ্লিষ্ট সমাজকর্মীদের নিয়ে লায়ন্স ক্লাব অফ বর্ধমান সভাকক্ষে মঙ্গলবার জরুরি ভিত্তিতে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা থেকে স্থির করা হয়েছে জেলার ৩টি ব্লাড সেন্টারে অন্তর্ভুক্ত প্রতিটি ব্লকে শিবির বৃদ্ধি করার লক্ষ্যে দ্রত আলোচনা সভা আয়োজন করা হবে। জেলার ৩টি প্রান্তে বর্ধমান, কাটোয়া কালনা কেন্দ্রীয় পদযাত্রা হবে আগামী ২০শে সমস্ত ব্লকের মিটিং এর জেলার কেন্দ্রীয় ক্যালেন্ডার প্রকাশ করা হবে।


আজকের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, ডা: পল্লব দে, রাজেশ পালিত, মহ: আশরাফুদ্দীন(বাবু), ফজলুল হক, সৌগত গুপ্ত, জয়দেব দত্ত সহ অনান্য ব্যক্তি বর্গ। বিশিষ্ট সমাজসেবী স্বপন বন্ধু সভা পরিচালনা করেন।

Related posts

দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শিমুরালীতে

E Zero Point

বিজ্ঞানমঞ্চের বিনামূল্যে সবজিবাজার কালনায়

E Zero Point

খণ্ডঘোষে দুয়ারে সরকার

E Zero Point

মতামত দিন