07/09/2024 : 9:15 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

গলায় মাছের কাঁটা আটকে যুবককের মর্মান্তিক পরিণতি

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ৬ অগাষ্ট ২০২৪ :


গলায় মাছের কাঁটা আটকে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক যুবক। ঘটনাটা ঘটেছে মেমারি খানার অন্তর্গত দেবীপুর স্টেশন সংলগ্ন আলিপুর গ্রামে । মৃত যুবকের নাম মৃন্ময় সরকার বয়স আনুমানিক ২৮ বছর । প্রতিবেশীদের কথায় জানা যায়, গতকাল সোমবার দুপুরে ভাত খাবার সময় মাছের কাঁটা আটকায় গলায় । সেই সময় গুরুত্ব না দেওয়ায় যত সময় গড়ায় ততই সে গলায় ব্যথা অনুভব করতে থাকে। এরপর সন্ধ্যায় দোকান থেকে ওষুধও নিয়ে আসে ।

কিন্তু ব্যথা উপশম না হয়ে ব্যথা আরো বাড়তে থাকে। এরপর মঙ্গলবার ভোর তিনটের সময় গলা ফুলতে শুরু করে, শ্বাস-প্রশ্বাসের কষ্ট অনুভব করলে, এক প্রতিবেশীকে জানালে তিনি সাথে সাথে ওই যুবককে নিয়ে হাসপাতালে যান । কিন্তু ডাক্তারবাবুরা তাকে করে মৃত বলে ঘোষণা করে । প্রতিবেশীদের কথা আরো জানা যাচ্ছে, ওই যুবক গত পাঁচ মাস আগে আলিপুর গ্রামে কাজের সূত্রে পরিবার নিয়ে ভাড়া ছিলেন, তার আসল বাড়ি মুর্শিদাবাদের বুনিয়াদপুরে ।

Related posts

ভ্যাকসিনের খোঁজ নিতে গিয়ে হেনস্থার শিকার আশা কর্মী

E Zero Point

শুরু হলো আদরবাসার পাঠশালা

E Zero Point

থ্যালাসেমিয়া শিশুকে রক্ত দিল তরুণী

E Zero Point

মতামত দিন