09/05/2024 : 5:30 AM
অন্যান্য

মেমারির পারিজাতনগর-উদয়পল্লীতে বহিরাগতের প্রবেশ নিষেধ

নূর আহমেদ, মেমারিঃ করোনার প্রকোপ দিন দিন বাড়ছে এমতাবস্থায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি হয়েছে ৩ মে পর্যন্ত। মেমারি শহরে লকডাউনের প্রভাব গতকাল একটু হলেও পড়েছে তার কারণ সম্ভবতঃ লকডাউন ২.০। মানুষ ভেবেছিল হয়ত লকডাউন উঠে যাবে কিন্তু যে হারে দেশের অন্য অঞ্চলে করোনা সংক্রামক হচ্ছে তা থেকে একটু হলেও ভীতির সঞ্চার হয়েছে মানুষের মনে।

তারই প্রভাব দেখা মেমারি শহরের জোড়াসাঁকো, পারিজাত নগর, উদয়পল্লীর পাড়ায় পাড়ায়। পাড়ার ঢোকার মূল রাস্তা স্থানীয় ক্লাব ও গ্রামবাসীদের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি গ্রামের মানুষদেরও মেমারি শহরকেন্দ্রে আসা-যাওয়ার উপর নিয়ন্ত্রণ করা হচ্ছে। বহিরাগতদের পাড়ায় বিনা কারণে ঢুকতে দেওয়া হচ্ছেনা।

উদয়পল্লীর বিপ্লবী সাংস্কৃতিক সংঘের সদস্যরা বাঁশের গেট বানিয়ে আসা-যাওয়া যেমন নিয়ন্ত্রণ করছেন তেমনই গ্রামে ঢোকার আগে সাবান দিয়ে হাত ধুতে বলা হচ্ছে ও মাস্ক না পড়ে থাকলে সচেতন করা হচ্ছে।

মেমারি পৌরউপকন্ঠে এইধরনের উদ্দ্যোগে বিশেষ স্বাগত জানিয়েছেন প্রশাসন।

Related posts

অ্যাকুরেসি মাত্র ৫.৪%! কোভিড-১৯-এর ব়্যাপিড টেস্ট দুই দিন বন্ধ রাখার পরামর্শ রাজ্যগুলিকে

E Zero Point

মঙ্গলকোটের চানকবাসীরা লকডাউনে ভুক্তভোগীদের সহয়তা করলেন

E Zero Point

আগামী কাল রমজান মাসের শেষ রোজাঃ চাঁদ দেখা যায়নি, ঈদ সোমবার

E Zero Point

1 টি মন্তব্য

মতামত দিন