05/05/2024 : 4:33 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

এসটিকেকে সড়ক ভয়াবহ হয়ে ওঠার পর নির্মাণ শুরু

আলেক শেখঃ লকডাউনের কারনে গত ২৫ শে মার্চ এস টি কে কে সড়ক সম্প্রসারণের কাজ বন্ধের পর জুন মাসের প্রথম সপ্তাহে আবার শুরু যায় নির্মাণের কাজ । এই সড়ক সম্প্রসারণের কাজ প্রথম শুরু হওয়ার পর পাথর-বালির ধুলোতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল । ফলে বারে বারে বিভিন্ন জায়গায় হয়েছিল সড়ক অবরোধ। অবরোধ তোলার জন্য প্রশাসন দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছিল । কিন্তু লকডাউনের পরে কাজ বন্ধ হয়ে যাওয়ায় এই সড়ক মানুষের জন্য ভয়াবহ হয়ে ওঠে । যেখানে সেখানে যানবাহন খানাখন্দে উল্টে পরে থাকে | এমত অবস্থায় কাজ শুরু হয় ঢিমে-তালে | এই কাজ দেখে সাধারণ মানুষ তো বটেই, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকেও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় | শুক্রবার কালনা মহকুমা শাসক দপ্তরে এসে মহকুমা শাসককে বলেন– সড়ক নির্মাণে মিলিটারি নামিয়ে দিন | আমি সাত দিনের মধ্যে গুপ্তিপাড়া থেকে ছাতনী মোড় পর্যন্ত ৫৫ কিমি এস টি কে কে সড়ক নির্মাণের কাজ শেষ হওয়া দেখতে চাই | কালনা মহকুমা শাসক সুমন সৌরভ মহান্তি তথ্য সংস্কৃতি অধিকারীককে দিয়ে কিভাবে কাজ হচ্ছে তার তথ্য তুলে ধরেন | তিনি বলেন– এস টি কে কে সড়কের বেলকুলি, হাটশিমলা, নাদনঘাট মোড়, চন্ডিপুর, বড়জোরা প্রভৃতি জায়গায় কাজ চলছে | এই কাজে মোট ৯৬ জন শ্রমিক লিপ্ত আছে | আটটি জেসিপি ম্যাসিন সহ অন্যান্য যন্ত্রও কাজে লাগানো হয়েছে | উল্লেখ্য গত ৭ জানুয়ারি কালনা মহাকুমা শাসক দপ্তরে অনুষ্ঠিত প্রশাসনিক সভায় পি ডব্লিউ ডি (সড়ক) এর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ঘোষণা করেন—-দেড় বছরের মধ্যেই এস টি কে কে সড়ক সম্প্রসারণের কাজ শেষ হবে | তিনি বলেন গুপ্তিপাড়া থেকে ছাতনী ৫৫ কিমি সড়ক সম্প্রসারনের জন্য বরাদ্দ ১৭৫ কোটি টাকা | এই কাজে সময় দেওয়া হয়েছে দুই বছর, তার মধ্যে ইতিমধ্যেই ছয় মাসের কাজ হয়েছে | আর দের বছরের মধ্যেই বাকি কাজটি শেষ হবে | সড়কটি সর্বত্র চওড়া হবে ১০ মিটার | তিনি সেদিন আরো ঘোষণা করেন — সড়কের যেখানে খানাখন্দ আছে তা সাত দিনের মধ্যে মেরামত করে দেওয়া হবে l কিন্তু সেই ঘোষণা মত কিছুই কাজ হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ |

Related posts

রাজহাট তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপন মগরাতে

E Zero Point

কাটোয়ায় কৃষাণ-কেডিট কার্ড প্রদান শিবির

E Zero Point

ট্রাক্টর চালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন