04/05/2024 : 1:57 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনা

গোবরডাঙ্গা শিক্ষক সমাজের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ গতকাল গোবরডাঙ্গা শিক্ষক সমাজের উদ্যোগে ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষণ সামগ্রী বিতরণ করা হলো। উক্ত শিক্ষণ সামগ্রী বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঘোঁজা হাই স্কুলের শিক্ষক শ্যামল কাশ্যপী, ঠাকুরনগর হাই স্কুলের প্রধান শিক্ষক অজিতেশ বিশ্বাস,গাইঘাটা হাই স্কুলের শিক্ষক উদয় দাস,খাঁটুরা প্রীতিলতা বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক শ্রাবনী বিশ্বাস, বিশরপাড়া হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক সুনীল বিশ্বাস, নহাটা হাই স্কুলের শিক্ষক সুশান্ত দাম,কপিলেশ্বরপুর হাই স্কুলের শিক্ষক সন্দীপ সরকার, তেঁতুলিয়া হাই স্কুলের শিক্ষক কৃষ্ণ বিশ্বাস,মান্দ্রা হাই স্কুলের শিক্ষক সত্রাজিৎ সরকার,মালঙ্গ পাড়া হাই স্কুলের শিক্ষক দেবাশীষ দাস,নাইগাছি ফ্রি প্রাইমারি হাই স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ কাশ্যপী,শিশুতীর্থ স্কুলের শিক্ষক তারক শীল,খাঁটুরা বালিকা প্রাইমারি স্কুলের শিক্ষক বিষ্ণু বাগ,ইছাপুর হাই স্কুলের শিক্ষিকা শর্মিষ্ঠা চৌধুরী,স্বরুপনগর প্রাইমারি স্কুলের শিক্ষক দেবাশিস মন্ডল,সরকার পাড়া প্রাইমারি স্কুলের শিক্ষক চঞ্চল নন্দী, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাত দত্ত,প্রাক্তন শিক্ষক দিলীপ রায় প্রমূখ।

আজ ও বিপুল পরিমাণে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রীর মধ্যে খাতা পেন্সিল পেন কাটার ইত্যাদি শিখন সামগ্রী বিতরণ করা হলো।আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর নির্মলাপ্রভা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক অজয় সরদার, অবসরপ্রাপ্ত প্রাথমিক প্রধান শিক্ষক শ্যামল বসু, স্বরুপনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডল, গোবরডাঙ্গা গার্লস প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণেন্দু রায়, খাঁটুরা গার্লস প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক বিষ্ণু বাগ, সুকান্তপল্লী বিদ্যালয়ের শিক্ষক চঞ্চল নন্দী, সুবিদপুর প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিৎ বিশ্বাস, শিশুতীর্থ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারক শীল, কপিলেশ্বর পুর হাই স্কুলের শিক্ষক সন্দীপ সরকার, নহাটা হাই স্কুলের শিক্ষক সুশান্ত দাম,মান্দ্রা হাইস্কুলের শিক্ষক সত্রাজিৎ সরকার, মালঙ্গপাড়া হাই স্কুলের শিক্ষক দেবাশীষ দাস প্রমুখ।

 

Related posts

মঙ্গলকোটে শীতবস্ত্র বিতরণে ওয়াকফ চেয়ারম্যান 

E Zero Point

গণধর্ষণের প্রতিবাদে কালনায় তৃণমূলের প্রতিবাদ সভা

E Zero Point

শতাধিক বছরের মা মঙ্গলচন্ডীর পুজো মঙ্গলকোটে

E Zero Point

মতামত দিন