24/04/2024 : 10:39 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

বিশ্ব রক্তদাতা দিবসঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২৯ (পঞ্চম সপ্তাহ)

কুইজের খোঁজ খবরঃ

গত ৩১শে মে ‘বিশ্ব তামাক বিরোধী দিবস’-এ আমরা বলেছিলাম যে WHO স্বাস্থ্য সচেতনতা প্রচারের জন্য আটটি দিন পালন করে থাকে। তারই একটি পালিত হল গতকাল ১৪ই জুন- বিশ্ব রক্তদাতা দিবস (World Blood Donor Day)। স্বেচ্ছায় জীবনদায়ী এই উপহারটি অসুস্থ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সারা পৃথিবীর সকল রক্তদাতাদের ধন্যবাদ জানানো হয় এই দিনটিতে। আমরাও আজকের কুইজের মাধ্যমে কুর্নিশ জানালাম তাদের।

আজকের বিষয়ঃ World Blood Donor Day

১। কবে থেকে WHO-এর পক্ষ থেকে World Blood Donor Day পালন শুরু হয়?
– ২০০৫

২। কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনটিকে স্মরণ করে এই দিনে World Blood Donor Day পালন করা হয়?
– Karl Landsteiner (১৪ই জুন ১৮৬৮ – ২৬শে জুন ১৯৪৩), রক্তের গ্রুপ, Rh ফ্যাক্টর ও পোলিও ভাইরাসের আবিষ্কর্তা

৩। Karl Landsteiner নোবেল পুরস্কার পান Physiology or Medicine বিভাগে। কত সালে?
– ১৯৩০

৪। লোহিত রক্তকণিকার উপরে ও লসিকায় কোন উপাদানের উপস্থিতি রক্তের গ্রুপ নির্ধারণ করে?
– অ্যান্টিজেন

৫। কোন গ্রুপের রক্ত ভারতবর্ষের সবথেকে বেশি মানুষের শরীরে রয়েছে?
– B+ (38.14%)

৬। রক্তদাতার শারীরিক ওজন কত হওয়া বাঞ্ছনীয়?
– নুন্যতম ৫০ কেজি (অল্প কিছু দেশ ৪৫ কেজি পর্যন্তও অনুমতি দিয়ে থাকে)

৭। রক্তদানের বয়সসীমা কত?
– বিভিন্ন দেশে বিভিন্ন বয়সসীমা থাকলেও WHO স্বীকৃত ও সংখ্যাগরিষ্ঠ দেশের মেনে চলা বয়সসীমা হল ১৮ থেকে ৬৫ বছর

৮। দু’বার রক্তদানের মধ্যে নুন্যতম কতদিনের ব্যবধান রাখা উচিত?
– তিন মাস বা তার বেশি

৯। একজন রক্তদাতার কাছ থেকে একবারে নেওয়া রক্তের পরিমাণ বিভিন্ন দেশে বিভিন্ন রকম। তবে ব্রিটিশ যুক্তরাষ্ট্রীয় পরিমাপ পদ্ধতিতে ১ pint পরিমাণ রক্ত শরীর থেকে নেওয়া হলে শরীরের কোনো ক্ষতি হয় না। ১ pint মানে কতটা পরিমাণ রক্ত?
– ৪৭৩.১৭৬৪৭৩ মিলিলিটার

১০। ২০২০ সালের World Blood Donor Day-র theme ও slogan কি?
– Theme – Safe blood saves lives
Slogan – Give blood and make the world a healthier place


পাঠকের জন্য প্রশ্নঃ


Dr. Y. M. Bhende ১৯৫২ সালে মুম্বাইতে যে বিরল প্রকৃতির রক্ত আবিষ্কার করেন সেটি কি?

নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


Related posts

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

প্রাণের শহর মেমারিঃ প্রশাসনের সাথে সাথে সচেতন হোক নাগরিক

E Zero Point

অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল – চতুর্থ পর্ব

E Zero Point

মতামত দিন