16/04/2024 : 7:49 PM
কৃষ্টিবিনোদন

করোনা আবহে হতাশার সুর ক্ষ্যাপা বাউলের কন্ঠে

পরাগজ্যোতি ঘোষ গুসকরা : চন্দন ক্ষ্যাপার আউসগ্রাম এর যাদব গঞ্জেবাড়ি। দোতারায় গান গান। banglanatok.com সাথে যুক্ত মানুষটি অত্যন্ত সহজ-সরল ।শিল্পীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে তার মনে ।তিন মাস লকডাউনে জাতির জীবনে নেমেছে আর্থিক বিপর্যয়। বিভিন্ন মঞ্চে গান করেন ।সেখান থেকে দিন গুজরান হয় ।কিন্তু এই করো না পরিস্থিতিতে সবকিছু বন্ধ ।তাই দিন আনি দিন খাই এই মানুষটির পরিবারের অবস্থা খুবই খারাপ ।ভবা পাগলার আদর্শে বিশ্বাসী এই বাউল মানুষটি খুবই দুশ্চিন্তায় ।তার মনের ব্যথার কথা ফুটে উঠল তার কথাবার্তায়। সঙ্গে জানালেন ধর্মস্থান তিন মাস ধরে বন্ধ তাতে ভগবানের কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে মানুষের ।ভগবান ভগবানের জায়গাতেই আছেন। কিন্তু মানুষের আর দুবেলা-দুমুঠো খাবার জুটছে না ।চন্দন ক্ষ্যাপার যাদব গঞ্জেআশ্রম আছে ।সেই আশ্রমের তার সাধনা । কন্ঠে সুর আছে কিন্তু ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ।আশাবাদী মানুষটি ভেবেছিলেন লকডাউন উঠে গেলে হয়তো আবার পৃথিবী শান্ত হবে ।কিন্তু যেভাবে করো না পরিস্থিতি আউশগ্রামে আবার জাঁকিয়ে বসছে তিনি ভেবে উঠতে পারছেন না কি করে আবার সব স্বাভাবিক হবে। কিন্তু পেট তো থেমে থাকবে না। আর শিল্পীরা আজ তাদের কাজ হারিয়ে একেবারে পথে বসে গেছে ।তবে কি তারা এবার না খেতে পেয়ে মরে যাবেন। এই ভাবনায় ভাবিত চন্দন ক্ষ্যাপা তাই ফুটপাতে বসে তার মনের ব্যথা বললেন প্রতিবেদককে ।এমন অবস্থায় যদি কিছু সরকারি সাহায্য পাওয়া যেত তাহলে হয়তো বেঁচে যেত তাদের মতো শিল্পীরা এমনই আক্ষেপের কথা শোনা গেল চন্দন কন্ঠে।

Related posts

কিড জি মেমারির সাংস্কৃতিক অনুষ্ঠান

E Zero Point

পূর্ব বর্ধমানের সাথীর নাচের তালে মাতল গোটা দেশ

E Zero Point

বিশেষ চাহিদা সম্পন্নদের র‍্যাম্প শো

E Zero Point

মতামত দিন