07/12/2022 : 8:12 AM
BREAKING NEWS
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বিজ্ঞানমঞ্চের বিনামূল্যে সবজিবাজার কালনায়

আলেক শেখ, কালনা : পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের  কালনা বিজ্ঞানকেন্দ্র রবিবার আবার বিনামূল্যে সবজিবাজার বসালো কালনা শহরে।    এই সবজিবাজার থেকে  আড়াই শতাধিক পরিবারকে  বিভিন্ন রকমের সবজি বিনামূল্যে দেওয়া হয়।      আয়োজক  সংস্থার  অন্যতম কর্মকর্তা রামকৃষ্ণ নাগ  জানান– লকডাউন, আমফান, কালবৈশাখী ঝড় সাধারণ মানুষকে মহাসঙ্কটে ফেলেছে।    মহাসংকটে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা গত রবিবারও একই কর্মসূচি করেছি।  মানুষের যতদিন এইরকম সংকট থাকবে, ততদিনই এই কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করবো।

Related posts

আজ বিজেপির ভার্চুয়াল জনসভা, বৈঁচিতে প্রাক প্রস্তুতি

E Zero Point

শতাধিক শিশুদের মুখে হাসি

E Zero Point

বিবেকানন্দ কেন্দ্র কালনা কন্যা কুমারী শাখার বিজয়া সম্মেলন

E Zero Point

মতামত দিন