25/04/2024 : 11:47 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পরিযায়ী শ্রমিকদের পাশে পঞ্চায়েত কর্মচারীরা

আলেক শেখ, কালনাঃ পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন পঞ্চায়েত  কর্মচারীরা।  রবিবার তাঁরা ৮৪ জন পরিযায়ী শ্রমিকদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। লকডাউনে ফাঁদে  পড়া পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে  রাজ্য সরকার চরম উদাসীনতা দেখিয়েছে।  কোনরকমে  পরিযায়ী শ্রমিকরা এ রাজ্যে ফিরে আসার পর    কোয়ারান্টিন সেন্টারগুলোতে থাকার সুস্থ্য পরিবেশ পাননি।  সেখানে খাওয়া-দাওয়া পাননি। কিছু কিছু ক্ষেত্রে  সামাজিক মর্যাদাটুকুও তাঁদের ছিল অধরা।   এই অবস্থায় শুধুমাত্র মানুষের পাশে থাকার  ব্রত নিয়ে রবিবার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ  কমিটির পূর্ব বর্ধমান জেলা শাখা।  এদিন   কালনা-১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের নতুনচর- কলডাঙ্গা  গ্রামের ৮৪ জন পরিযায়ী শ্রমিকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। কলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত  বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– সংগঠনের জেলা সম্পাদক সমীর প্রধান, তুষার ঘোষ, দিলীপ গোস্বামী, রফিজুল মন্ডল, নিমাই নন্দী প্রমুখ।

Related posts

শক্তিগড় থানায় ডেপুটেশন

E Zero Point

বাংলার নির্বাচনে হস্তক্ষেপে রাজি নয় সুপ্রিম কোর্ট 

E Zero Point

মেমারি দু’নম্বর ব্লকে বিজয়া সম্মেলনী

E Zero Point

মতামত দিন