27/04/2024 : 5:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মাঠভর্তি দর্শক নিয়ে গ্রামীন ফুটবল শুরু মন্তেশ্বরে

আলেক শেখ কালনা,  ২৪ জুনঃ টিভি,  ইন্টারনেট, মোবাইলের যুগেও   ফুটবল  খেলা এখনো যে দর্শক  টানতে  পারদর্শী,  তার প্রমান মিললো বুধবার মন্তেশ্বরের  শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের  কালুই গ্রামে ।   বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি অসিত চ্যাটার্জির  উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়  তিনকন্যা পার্ক তথা ফুটবল ময়দানে।   উদ্বোধনী  ম্যাচটি হয়  আটাশপুর ইয়ং স্টার ও ভোজপুর নিউ বয়েজ ক্লাবের মধ্যে। জয়ী হয় আটাশপুর ইয়ং স্টার।  প্রতি বছরই এই  ফুটবল টুর্নামেন্ট  হয়ে আসছে  মাঠ ভর্তি  দর্শক উপস্থিতি নিয়েই।  কিন্তু লকডাউনের আবহে মানুষের অনুভুতিটা এবার অন্যরকম। লকডাউনে মানুষ  প্রায় ঘরবন্দি হয়ে পড়ার পর এই ফুটবল ম্যাচ শুরু। তাই মুক্ত বায়ু  সেবন ও বিনোদনের টানে  ফুটবল মাঠে আসা বলে জানালেন অসীম পাত্র নামের এক দর্শক।  প্রতি বছরই মাঠে দর্শক হয়। কিন্তু  এবার এত  মাঠে  দর্শক আসবে ভাবায় যায় না বলে জানান– শিল্পপতি অসিত চ্যাটার্জি।  উদ্বোধনী ম্যাচে ব্যান্ড পার্টির উপস্থিতি মাঠে অন্য স্বাদ এনে দেয়।

Related posts

কাতারে আন্তর্জাতিক উৎসবে মালদার আম

E Zero Point

শববাহী বাহন পরিষেবা মেমারি পৌরসভার

E Zero Point

সারা দেশে ১৫ অগাষ্ট হলেও, মালদায় ১৮ অগাষ্ট স্বাধীনতা দিবস পালন হলো

E Zero Point

মতামত দিন