27/04/2024 : 7:41 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সেচ প্রকল্পের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে মৃত্যু ধাত্রীগ্রামে

আলেক শেখঃ সরকারি নদী সেচ প্রকল্পের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।  একজনের সঙ্গে সঙ্গে মৃত্যু হয় অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে।  ঘটনাটি ঘটে বৃহস্পতিবার  সকাল দশটা নাগাদ কালনা থানার ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালতিপুর নদী সেচ প্রকল্পে ।  এই প্রকল্পের দায়িত্বে থাকা অপারেটরকে ছাড়াই এদিন তিনজন স্থানীয়  কৃষক  অনুপ ঘোষ,  রাজনাথ চৌধুরী,  রঞ্জিত চৌধুরী  বোটে থাকা পাম্পের বৈদ্যুতিক কাজ করতে যান।  সেই সময় তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হলে রঞ্জিত চৌধুরীর (৪১)  সঙ্গে সঙ্গে মৃত্যু হয়।বাকি দুজনকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।  আশঙ্কাজনক অবস্থায় সেখানেই তাদের চিকিৎসা চলছে। গ্রামবাসীদের অভিযোগ দায়িত্বে থাকা অপারেটর কোনদিনই প্রকল্পের ধারে কাছে আসেন না।  কৃষকরা তাদের নিজের স্বার্থেই  অদক্ষ হয়েও পাম্প  চালাতে বাধ্য হন।  একইভাবে এদিন পাম্পের খুঁটিনাটি  কাজ করতে গিয়ে তারা বিদ্যুৎপৃষ্ট হন। এই প্রকল্পের দায়িত্বে থাকা অপারেটরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে এই দপ্তরের কালনা এগ্রি মেকানিক্যালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কল্যাণ মন্ডলের সাথে কথা বলা হয়। তিনি বলেন আমিও দুর্ঘটনার  খবরটি শুনেছি।  তবে ঘটনাস্থলে গিয়ে বিভাগীয় তদন্তের পর বলা সম্ভব হবে  ওখানে কি হয়েছিল। এ দিনেই মৃত কৃষক রঞ্জিত চৌধুরীর মৃতদেহের ময়নাতদন্ত হয়।

Related posts

কালী পুজোয় করোনা দুর্গতদের বস্ত্র তুলে দিল বিরাটি হিন্দু মিলন মন্দির

E Zero Point

চেয়ারম্যানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

E Zero Point

বসিরহাটের আম্ফান পীড়িত মানুষের মধ্যে ত্রাণ বিলি করলেন গাইঘাটার বাম ছাত্র-যুবরা

E Zero Point

মতামত দিন