05/05/2024 : 3:13 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

গোবরডাঙ্গায় লকডাউন ও আমফানে বিপর্যস্ত মানুষের পাশে সিপিআইএম

নিজস্ব সংবাদ দাতা, গোবরডাঙাঃ উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আজ সিপিআইএম এর পক্ষ থেকে আজ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিলি করা হল।মূলত লকডাউন এবং আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার একটা বিশাল অংশের মানুষ।এখনো পর্যন্ত প্রশাসন এখানে সদর্থক কোনো ভূমিকা পালন করেনি বলে এলাকার মানুষজন জানিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থী সংগঠনগুলি মানুষের পাশে আছে বলেও জানা গেছে।8 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী করলো সিপিআইএমের এক নম্বর শাখা।আজকে ত্রাণ বিতরণ কেন্দ্রে উপস্থিত ছিলেন সিপিআইএমের গোবরডাঙা হাবরা গ্রামীণ১ এরিয়া কমিটির সদস্য তথা গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বাপি ভট্টাচার্য, শিক্ষক নেতা অশোক পাল,প্রাক্তন কাউন্সিলর তথা নেতৃত্ব অসিত দাস,সুব্রত পাল,শাখা সম্পাদক রণকিশোর সরকার,এরিয়া কমিটির নেতৃত্ব শংকর নন্দী,ছাত্রনেতা দেবাশীষ দাস প্রমুখ।ধাপে ধাপে ৫০০ মানুষের ভেতর ত্রাণ বিলি করা হবে বলে নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related posts

স্বাধীনতা দিবসে কোভিড যোদ্ধাদের সংবর্ধনা মেমারিতে

E Zero Point

বিজেপির কৃষকদের সন্মান জ্ঞাপন মেমারিতে

E Zero Point

বয়কট জি মিডিয়া – বিতর্কিত দৃশ্যের প্রতিবাদে পোস্টারময় কালনা

E Zero Point

মতামত দিন