28/04/2024 : 3:13 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে আবার বিজেপির থানা ঘেরাও ও পথ অবরোধ

স্টাফ রিপোর্টারঃ বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগ তুলে ও তাঁর প্রতিবাদে থানা ঘেরাও ও পথ অবরোধে সামিল হলেন বিজেপি নেতা-কর্মীরা |
আজ মেমারি থানার সামনে বেশ কয়েকশো বিজেপি কর্মী জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে এরপর মেমারি চৌমাথা জি টি রোডে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থক | ৪৮ ঘন্টার মধ্যে বিজেপি কর্মী সমর্থকরা দু-দুবার থানা ঘেরাও ও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে মেমারি শহরে সাড়া ফেলেছে |
এদিনের এই পথ অবরোধ ও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা ভীষ্মদেব ভট্টাচার্য, বর্ষিয়ান নেতা শৈলেন বিশ্বাস, সন্তোষ রায়ের, অসিত চৌধুরী, চন্দ্রশেখর সাউ সহ অনেক জেলা ও স্থানীয় নেতা |

প্রসঙ্গত, উল্লেখ্য প্রাতভ্রমণে বেরিয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি চায়ের দোকানে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | সেখানে দলীয় নেতা কর্মীদের নিয়ে তাঁর চায়ে পে চর্চা কর্মসূচীতে যোগ দেওয়ার কথা ছিল | কিন্তু দিলীপ বাবু ওই চায়ের দোকানে ঢোকার মুখে বেশ কয়েকজন দুষ্কৃতীর মাধ্যমে বাধাপ্রাপ্ত হন বলে অভিযোগ | এমনকি তাদের ধাক্কাধাক্কি দেওয়া থেকে শুরু করে বেশ কয়েকটি গাড়ি ভাঙ্গার অভিযোগ রয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে | তারই প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে বিজেপির বিক্ষোভ কর্মসূচি |
এদিনের হামলার ঘটনায় রাজ্যের শাসকদলকে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি | ঘাস ফুল শিবিরের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করেছেন দিলীপ ঘোষ |


এদিন এলাকা ছেড়ে বেরনোর সময় দিলীপ ঘোষ জানিয়ে দেন, তিনি ফের এখানে আসবেন | পরে রাজ্য বিজেপি সভাপতিকে স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে নিয়ে যাওয়া হয় |
তবে আজকের থানা ঘেরাও ও পথ অবরোধ কিছুক্ষণ চলার পর প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় |

Related posts

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন মুর্শিদাবাদে

E Zero Point

হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতিতে সব্যসাচীর গণেশ পুজো

E Zero Point

শীত পড়তেই লেপ বানানোর ব্যাস্ততা জেলা জুড়ে

E Zero Point

মতামত দিন