04/05/2024 : 4:26 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিলো সিপিআইএম

সুমন চক্রবর্ত্তীঃ গত ৩ জুলাই শুক্রবার বিকাল তিনটার সময় পান্ডুয়ার বিধায়ক আমজাদ হোসেনের নেতৃত্বে ১৫ দফা দাবী নিয়ে মূলত একটি ডেপুটেশন দেওয়া হয়।
দাবীগুলির মধ্যে অন্যতম ছিল যে সমস্ত পরিযায়ী শ্রমিক ১০০ দিনের কাজের জবকার্ড পায়নি তাদের দ্রুততার সঙ্গে কার্ড করে দিতে হবে । ১০০ দিনের কাজের মজুরি ২০৪ টাকা হলেও কেউ ১২০ টাকা আবার কেউ ১৬০ টাকা পাচ্ছে। তার কথাও উল্লেখ করা হয় এই ডেপুটেশনে।
এছাড়াও আমপানের ক্ষতিগ্রস্ত আসল পরিবাররা কেউ টাকা পাচ্ছে না শুধু তৃনমূল, বিজেপি নেতারাই টাকা পাচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক আমজাদ হোসেন।
তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী ৭ দিনের মধ্যে যদি কোন কাজ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবে।

Related posts

মেমারির এক সাধুর মৃত্য হলো পান্ডুয়া রেলস্টেশনে

E Zero Point

বর্ধমান রেলওয়ে স্টেশনে ফলস সিলিং ভেঙে আহত এক পরিযায়ী শ্রমিক

E Zero Point

শীত তাই জেলা জুড়ে কদর বাড়ছে ভাপা পিঠার

E Zero Point

মতামত দিন