08/05/2024 : 7:12 PM
আমার বাংলাগুসকরাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গুসকরায় তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্ডার এর ত্রাণ বিলি

পরাগ জ্যোতি ঘোষঃ গুসকরা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে খেটে খাওয়া মানুষের পাশে তাদের প্রাণের মানুষ আউসগ্রাম বিধানসভার বিধায়ক রকেট দার স্নেহের পরশ অব্যাহত, সঙ্গী হয়েছেন গুসকরা শহর সভাপতি মিতভাষী কুশল মুখার্জি। গত ৩ জুলাই বিধায়ক অভেদানন্দ থান্ডার সহযোগী গুসকরা শহর সভাপতি কুশল মুখার্জিকে নিয়ে গুসকরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৫০টি পরিবারের হাতে তুলে দেন চাল ডাল আলু সরষের তেল সাবান ও লবণ ।সংশ্লিষ্ট ওয়ার্ড এর স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।তাদের এই মহতী কর্মযজ্ঞে খুশি ওয়ার্ডের গরীব মানুষেরা ।তাদের আদরের বিধায়কের প্রতি তাদের আস্থা আছে এবং থাকবে চিরকাল বলে তারা জানান । আর কুশল বাবু তাদের ঘরের ছেলে, যাকে সব কথা খুলে বলা যায় ।এমন মানুষকে তাদের কাছে পেয়ে তারা খুব খুশি ।পরের দিন অর্থাৎ চৌঠা জুলাই বিধায়ক বিধায়ক অভেদানন্দ থান্ডার ছুটে যান উক্তা পিচকুরি অঞ্চলের ডাঙ্গাল গ্রামে ।সেখানে তিনি সত্তরটি আদিবাসী পরিবারের হাতে চাল ডাল আলু সরষের তেল লবণ ইত্যাদি তুলে দেন ।এখানে বিধায়ক এর সাথে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা ছিলেন ।বিধায়ক জানান দাদা অনুব্রত মণ্ডলের কড়া নির্দেশ আছে করোনায় কাজ হারানো মানুষদের কাছে যাওয়ার জন্য এবং তাদের সুবিধা-অসুবিধা দেখার জন্য ।তাই দাদার আশীর্বাদ মাথায় নিয়ে ব্লক সভাপতি ও অন্যান্য নেতাকর্মীদের সহযোগিতায় তিনি তার সেবা কার্য চালাচ্ছেন । তাদের আশীর্বাদের হাত মাথায় নিয়েই তারা চলতে চান বলে জানান বিধায়ক অভেদানন্দ থান্ডার।

Related posts

প্রগতি সংঘের প্রতিষ্ঠা দিবসে শীতবস্ত্র দান ও কৃতীছাত্রছাত্রীদের সংবর্ধনা

E Zero Point

মেমারি কৃষ্ণপুরে বাস দুর্ঘটনা

E Zero Point

কচিকাঁচাদের পড়াশোনা চালু রাখতে অভিনব উদ্যোগ নিল ভাতারের শিক্ষক মিসকিন মন্ডল

E Zero Point

মতামত দিন