29/03/2024 : 12:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

‘হতাশা ছাড়ো কাজের দাবিতে আন্দোলন গড়ো’- ২২ শে ডিসেম্বর নবান্ন অভিযান রাজ্যের যুবশ্রীদের

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  মুর্শিদাবাদ, ১৯ ডিসেম্বর, ২০২০:


রাজ্যে তৃণমূল সরকার ২০১২ সালে ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক’ চালু করে এবং বর্তমানে এই ব্যাঙ্কে নথিভুক্ত বেকারের সংখ্যা ৩৩ লক্ষ এর বেশি ৷ এর মধ্যে এক লক্ষ বেকার যুবক–যুবতীকে যুবশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করে মাসিক ১৫০০ টাকা ভাতা প্রদানের কথা ঘোষণা করে সরকার৷ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন ২০১৫ সালের মধ্যে এই প্রকল্পের অন্তর্ভুক্ত বেকারদের সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগ করা হবে৷

কিন্তু দীর্ঘ আট বছর কেটে গেলেও যুবশ্রীদের কোনও শূন্যপদে নিয়োগ করা হয়নি৷ পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির উদ্যোগে সকল যুবশ্রীরা সুবোধ মল্লিক স্কোয়ারে আগামী ২২ শে ডিসেম্বর এক এক্যবদ্ধ গণকনভেনশন ও নবান্ন অভিযানের উদ্যেশে দেওয়াল লিখন , লিফলেট বিলি , সোশ্যাল মিডিয়া প্রচার এবং সকল যুবশ্রীদের একত্রিত করার জোর কদমে কাজ শুরু করেছে জেলায় জেলায় ৷

যুবশ্রীদের আন্দোলনের মূল দাবী – ১)প্রতিশ্রুতি মতো -রাজ্যের গ্ৰুপ C এবং গ্ৰুপ D পদে স্থায়ী চাকরি দিতে হবে। ২)চাকরি না হওয়া পর্যন্ত বাজারমূল্য অনুযায়ী উৎসাহ ভাতা বৃদ্ধি করতে হবে। ৩) অনেক্সর III ফর্ম বাতিল করতে হবে। ৪)বন্ধ ভাতা চালু করতে হবে। ৫) প্রত্যেক মাসে মাসেই ভাতা দিতে হবে।

বর্ষীয়ান আইনজীবী ভবেশ গাঙ্গুলী, সোমনাথ ব্যানার্জী এবং অধ্যাপিকা সুচেতা কুণ্ডু উপদেষ্টা, নির্মল মাঝি সভাপতি এবং নিতাই বসাক ও চন্দ্রকান্ত কুইল্যা যুগ্ম সম্পাদকের নেতৃত্বে ২২ শে ডিসেম্বর ২০২০ অভিযানকে সাফল্য করতে সকল রাজ্য বাসীকে এবং সমিতির সকল সদস্যকে সহযোগিতা করতে অনুরোধ করছেন মুর্শিদাবাদ জেলার যুবশ্রী কর্মপ্রার্থী অজয় কুমার দে মহাশয় এবং পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি।

Related posts

একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে বর্ধমান-কালনা রোড অবরোধ

E Zero Point

ক্ষেতমজুর দ্বারা সমবায়ের কর্মকর্তারা ঘেরাও হলেন কালনাতে

E Zero Point

কালনা শহর জীবাণুমুক্ত করার কর্মসূচি 

E Zero Point

মতামত দিন