29/03/2024 : 6:51 PM
আমার বাংলা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দান

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, ১৯ ডিসেম্বর ২০২০:


সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শনিবার গেরুয়া শিবিরে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী l
একুশের ভোট দোরগোড়ায় আর দলবদল করেই আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী |
এদিনের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি সাংসদ অর্জুন সিং, দেবশ্রী চৌধুরী, মুকুল রায়, শুভেন্দু অধিকারী প্রমুখ l
আজ মেদিনীপুর কলেজ ময়দানের সভা থেকে একের পর এক আক্রমণ শানালেন পুরনো দল তৃণমূলের বিরুদ্ধে | | তার মুখ থেকে শোনা গেল ‘তোলাবাজ ভাইপো হঠাও’ স্লোগান |
শুভেন্দু অধিকারী শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজকে একের পর এক বোমা ফাটালেন তৃণমূলের বিরুদ্ধে | একদিকে অমিত শাহকে যখন ‘বড় দাদা’ বলে সম্বোধন করলেন, ঠিক অপরপ্রান্তে তৃণমূলের বর্তমান যুবরাজ অভিষেক ব্যানার্জি কে নাম না করে ভাইপো সম্মোধন দিয়ে তোলাবাজ আখ্যা দিলেন |
নন্দীগ্রামের সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী হুংকার দিয়েছিলেন লড়াইয়ের ময়দানে দেখা হবে, আজ একই ভঙ্গিমায় একের পর এক তুন থেকে তীর নিক্ষেপ করলেন তিনি | তৃণমূলের পুরনো ইতিহাস তুলে ধরে তিনি বলেন বিজেপির হাত ধরেই আজ পশ্চিমবঙ্গে তৃণমূলের ক্ষমতায়ন |
তিনি আরো বলেন, ‘আমি যখন করোনায় আক্রান্ত হই তখন ২১ বছর যে দলের জন্য করেছি তার কেউ আমার খোঁজ নেয়নি | ২ বার খোঁজ নিয়েছেন অমিত শাহজি’|

মুকুল রায়কে কৃতজ্ঞতা জনিয়ে বলেন, ‘মুকুল রায় আমাকে সব সময় উৎসাহিত করেছে। |
বলেছেন, শুভেন্দু, আত্মসম্মান বোধ যদি তোর থাকে তুই তৃণমূলে থাকবি না | তুই চলে আয় | আমরা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো’ |

স্থানীয় বিজেপি নেতাদের নাম করে তিনি বলেন, ‘আশ্বস্ত করছি শুভেন্দু মাতব্বরি করতে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেনি | শুভেন্দু আপনাদের ওপরে খবরদারি করবে না | শুভেন্দু কর্মী হিসাবে পার্টির নির্দেশ পালন করবে | পতাকা লাগাতে বলতে লাগাবো, দেওয়াল লিখন করতে বললে করবো’ |

Related posts

কবাডি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন

E Zero Point

করোনায় মৃত্যু কমলো কলকাতায়, ভাবাচ্ছে জেলাগুলির সংক্রমণ

E Zero Point

বালি ওভারলোড, মেমারিতে গ্রেপ্তার ৩

E Zero Point

মতামত দিন