19/05/2024 : 6:32 AM
আমার বাংলাউত্তর বঙ্গ

চাবাগানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল মাকনা হাতি

বিশেষ সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ জুলাই:


আজ ভোরে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে কাঠাল খেতে এসে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল একটি মাকনা হাতি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে একটি মাকনা হাতি চাবাগানের স্টাফ লাইনে ঘুরে বেড়ায়। কারো বাড়ির সামনে কলাগাছ টেনে খায় কারো বাড়ির সামনে মাচান থেকে শাক সব্জি খেয়ে ফেলে রাতভর এভাবে এলাকায় তান্ডব চালিয়ে ভোর পৌনে চারটা নাগাদ স্টাফ লাইনের রাস্তার পাশেই একটি কাঠাল গাছ থেকে কাঠাল খাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই গাছের নিচ দিয়ে একটি বিদ্যুতের তার চলে গেছে। হাতিটি শুড় গাছটিকে ধরতে গিয়ে বিদ্যুতের তার ধরে ফেলে।এরপরই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে হাতিটি মারা যায়।ঘটনাস্থলে নাগরাকাটা থানার পুলিশ ও খুনিয়া রেঞ্জের বনকর্মিরা রয়েছে।মৃত হাতির মৃতদেহ উদ্ধারের কাজ শুরুকরে বনকর্মীরা।

Related posts

দেবীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগী দেখছেন ফার্মাসিস্ট

E Zero Point

বিধানসভা অধিবেশনে আলুচাষীদের পক্ষে সওয়াল মেমারির বিধায়কের

E Zero Point

পোর্ট বন্দরের নাম পরিবর্তন এর বিরুদ্ধে স্বারকলিপি বর্ধমানে

E Zero Point

মতামত দিন