01/05/2024 : 7:19 PM
আমার বাংলাউত্তর বঙ্গ

শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামে তৈরি হচ্ছে ১০০ বেডের সেফ হোম, মহকুমা শাসককে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর

গৌরাঙ্গ বটব্যাল, শিলিগুড়ি, ২৩ জুলাইঃ


যেভাবে প্রতিনিয়ত করোনার সংক্রমণ বাড়ছে সেই পরিস্থিতিতে মাথায় রেখে গত মঙ্গলবার টাস্কফোর্সের শেষ বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল শিলিগুড়িতে ১০০ বেডের একটি সেফ হোম করা হবে। সেইমতো আজ শিলিগুড়ি মহকুমা শাসক সুমন্ত সহায় এবং শিলিগুড়ি পুরনিগমের আধিকারিক এবং স্বাস্থ্য দপ্তরের একটি টিম এসে শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন। কিন্তু স্থানীয় এলাকাবাসীদের মধ্যে এই বিষয়টিকে কেন্দ্র করে আতঙ্ক শুরু হয় ইন্ডোর স্টেডিয়ামে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হবে।

আর তাই বৃহস্পতিবার সকালেই শিলিগুড়ি মহকুমা শাসকের সামনে ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকার বাসিন্দারা বিক্ষোভ শুরু করে। এলাকাবাসীর দাবি ইন্ডোর স্টেডিয়ামেকে কোনভাবেই করোনার কাজে ব্যবহার করতে দেয়া হবে। কিন্তু পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয় ঘটনাস্থলে এসে পৌঁছায় শিলিগুড়ি থানার আই সি সুদীপ চক্রবর্তী এবং শিলিগুড়ি থানার পুলিশ বাহিনী। এরপরই বিক্ষুব্ধ এলাকাবাসীকে ঘটনাস্থল থেকে হটিয়ে দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি মহকুমা শাসক সুমন্ত সহায় জানিয়েছেন যেভাবে সংক্রমণ বাড়ছে সেই বিষয়টিকে মাথায় রেখেই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিলিগুড়িতে ১০০ টি সেফ হোম করা হবে আর তাই শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম করার জন্যই প্রশাসনিক কাজ শুরু হয়েছে। অন্যদিকে মহকুমাশাসক সুমন্ত সহায় জানিয়েছেন এলাকাবাসীদের মধ্যে একটা ক্ষোভ-বিক্ষোভ ছিল তবে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সমস্যা মিটে গেছে।

Related posts

মন্ত্রী স্বপন দেবনাথ এককভাবে ধর্ণায় বসলেন

E Zero Point

পশ্চিম বর্ধমানে সোমবার থেকে বাস চলবে

E Zero Point

মঙ্গলকোটে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস

E Zero Point

মতামত দিন