জিরো পয়েন্ট নিউজ – পূর্বস্থলী, ২৮ নভেম্বর, ২০২০:
কয়েকদিন আগেই মারা গেছে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর মাতা ৯২ বছরে লাবণ্যপ্রভা দেবনাথ। এরপরই তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী শুভানুধ্যায়ীরা তার পাশে এসে নানা রকম ফল মিষ্টি প্রভৃতি হবিস্যির জন্য দিয়েছেন । তিনি নিজে একজন সুগারের রোগী তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই বিপুল পরিমান ফল তিনি হাসপাতালে কোভিড যোদ্ধাদের মধ্যে বিলিয়ে দেবেন।
আজ শনিবার পূর্বস্থলী ১ নম্বর ব্লক ও ২ নম্বর ব্লকের পূর্বস্থলী হাসপাতাল ও শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল রোগীও হাসপাতালের স্টাফ দের মধ্যে এ বিপুল পরিমাণ ফল প্যাকেট করে বিতরণ করা হয়। তার ছেলে সৌরভ দেবনাথ নিজে সকলের হাতে এই ফল তুলে দেন।