29/03/2024 : 7:48 PM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কৃষকসভার পক্ষ থেকেপ্রতিবাদ দিবস পালন গলসিতে

শেখ নিজাম আলমঃ সারা ভারত কৃষকসভার পক্ষ থেকে আজ পূর্ব বর্ধমান জেলার গলসী-২ এর কুলগড়িয়াচটিয়ার বাজারে প্রতিবাদ দিবস পালন করা হলো। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাম কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর ও যুব সংগঠকবৃন্দ সহ স্থানিয় কর্মী সমর্থকগন ও সাধারন মানুষ। এই প্রতিবাদ সভায় সাধারন মানুষের আজকে ব্যাপক সারা পাওয়া যায়।

আজকের প্রতিবাদ দিবসে অনত্যম দাবীগুলী হলঃ
১) ভাগ চাষি সহ সমস্তকৃষক দের ক্ষতিগ্রস্ত ও অবিক্রিত ফসলের পূর্নাঙ্গ ক্ষতি পুরন চাই। বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করতে হবে।পি,এম,কে প্রকল্পের টাকা বাড়িয়ে ১৮০০০/করতে হবে।
২)লক ডাউনের ক্ষতি পুরন হিসাবে পরিবার প্রতি ১০০০০/-টাকার প্যাকেজ ঘোষণা করতে হবে। প্রত্যেক গরিব মানুষ কে (জন প্রতি) ১৫কেজি চাল/গম এবং ডাল, ভোজ্য তেল,আলু মশলা সরবরাহ করতে হবে।
৩) প্রত্যেক পরিযায়ী শ্রমিক কে বিনা খরচে ফিরিয়ে এনে সকল কে১০০০০/টাকা অনুদান ও ন্যায্য মজুরি তে কাজর ব্যবস্থা করতে হবে।
৪) সমস্ত কৃষক ও খেতমজুর দের সমস্ত ঋণ মকুব করতে হবে।কৃষি ঋণ পরিশোধ প্রক্রিয়া বন্ধ রেখে খরিফ চাষের জন্য নতুন ঋণের ব্যবস্থা করতে হবে।
৫) অবিলম্বে ধান কাটার কাজে রে গা কে যুক্ত করার মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি কার্যকরী করতে হবে।
৬) স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে হবে। করোনা টেষ্ট আরো বাড়াতে হবে।
৭) বিমানে জ্বালানির দাম লিটার প্রতি ২২টাকা৫৪পঃ কমানো হয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ২২টাকা কমাতে হবে।
৮)অতি ধনী দের উপর বাড়তি কর চাপাতে হবে। বিদেশ থেকে ধনী দের কালো টাকা ফিরিয়ে আনতে হবে।

Related posts

তৃণমূলের অত্যাচারে মেমারির অসহায় পরিবার জেলা শাসকের কাছেঃ হাতে জাতীয় পতাকা নিয়ে বর্ধমানের রাস্তায় গড়াগড়ি

E Zero Point

রেশন আর ভাষণ নয়, কাজ চাই

E Zero Point

বড় ধরনের ডাকাতি রুখলো মেমারি থানার পুলিশ, গ্রেপ্তার ৫

E Zero Point

মতামত দিন