06/06/2023 : 8:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ মেমারি শহরে

নূর আহামেদঃ আজ মেমারি শহরে করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউনের ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো’র জন্য এবং আমফান -এ ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের চার জেলার জন্য অর্থ সংগ্ৰহ করা হল। রেলষ্টেশন সংলগ্ন বেলতলা মার্কেট ও কৃষ্ণবাজার হয়ে চকদিঘী মোড় পর্যন্ত পদযাত্রা করে এই কর্মসূচী গ্রহণ করা হয়। বামপন্থীনেতাদের এই অর্থসংগ্রহের সময় বাজারের ব্যবসায়ী, ফুটপাথ ব্যবসায়ী, পথ চলতি মানুষেরা নিজে থেকে উৎসাহিত হয়ে তাদের সাধ্যমত দান করলেন।
মেমারী ১- পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে এই অর্থ সংগ্রহ করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুকান্ত কোঙার, সনৎ ব্যানার্জী, পীযুষ বিশ্বাস, প্রশান্ত কুমার, পিন্টু ভট্টাচার্য প্রমুখ।

Advt

Related posts

রাঢ় বাংলা কবিতা উৎসব মেমারিতে

E Zero Point

সাতগেছিয়ায় তৃণমূলের জনসভায় সুজাতা খাঁ মন্ডল ও সোহম চক্রবর্তী

E Zero Point

সাতসকালে যাত্রীবোঝাই বাস নেমে গেল নয়ানজুলিতে, আহত ৫

E Zero Point

মতামত দিন