13/09/2024 : 3:12 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলী-১ বিডিওকে তাঁত শ্রমিকদের স্মারকলিপি

আলেক শেখঃ বিভিন্ন দাবীতে মঙ্গলবার পূর্বস্থলী-১ বিডিও দপ্তরে বিক্ষোভ ও বিডিওকে  স্মারকলিপি দেন তাঁত শ্রমিকরা। সি আই টি ইউ অনুমোদিত পূর্ব বর্ধমান জেলা  তাঁত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয় । তাঁদের দাবিগুলো হল- লকডাউনের অজুহাতে কোন শ্রমিককে ছাঁটাই করা যাবে না। কোনভাবেই মজুরি কমানো যাবে না। কোন কোন মালিক বোনাস মেটালেও সব মালিককেই বোনাস দিতে হবে। পাওয়ারলুমের সব শ্রমিককে পরিচয় পত্র দিতে হবে । পুনরায় হেলথ কার্ড চালু করতে হবে । পরিযায়ী শ্রমিকদের সরকারি কোয়ারান্টিনে থাকাকালীন সুস্থ্য পরিবেশ ও সুরক্ষা দিতে হবে । লকডাউনের মধ্যেই চালু করা সংশোধনীয় দানবীয় শ্রম আইন বাতিল করতে হবে | তাঁত শ্রমিকদের এই দাবিগুলোর সপক্ষে  বক্তব্য রাখেন– সংগঠনের সম্পাদক তাপস চ্যাটার্জি, প্রবীর মজুমদার, শেখ শাখাউৎ হোসেন প্রমুখ | অন্যদিকে দয়াল ঘোষ, প্রবীর মজুমদার, অলোক দেবনাথ, স্বপন দেবনাথ, রুহিদাস বিশ্বাস প্রমুখদের নিয়ে একটি প্রতিনিধি দল ভিডিওকে স্মাকলিপি দিতে যান |  বিডিও নীতিশ বালার হাতে স্মারকলিপি তুলে দেওয়ার আগে দাবিগুলো নিয়ে প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন।

Related posts

ভাতারে শাশুড়ি কে পুড়িয়ে মারল জামাই

E Zero Point

কান্দিতে নদীর জলস্তর বাড়তে থাকায় জলমগ্ন বিভিন্ন গ্রাম

E Zero Point

মেমারিতে দুয়ারে শিবিরে প্রশাসনিক আধিকারিকরা

E Zero Point

মতামত দিন