জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২ জানুয়ারি ২০২৩:
পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের অন্তর্গত দেবীপুর অঞ্চলের তাহেরপুরের বাসিন্দা রুপমনা সেখ বিগত ২ বছর ধরে কোলন ক্যান্সার আক্রান্ত হয়েছে। প্রতি মাসে কেমো চিকিৎসার জন্য প্রতি মাসে ১৩ হাজার টাকা খরচ হয়। স্বামী লেদমিস্ত্রী ও এক ছেলে ও এক মেয়ে। ২ বছর ধরে কেমোর জন্য খরচের জোগান দিতে দিতে বিক্রি করতে হয়েছে সামান্য জমি। এথন সম্বল শুধু মাথা গোঁজার জন্য একটি ছোট্ট বাড়ী। এমতাবস্থায় সাহায্যের জন্য আবেদন করেছিল।
মেমারি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা সোমবার তার বাড়িতে গিয়ে ১৩হাজার টাকা তার হাতে তুলে দেন। এবং আগামীতেও আরও সাহায্য করবেন আশ্বাস দেওয়া হয়।
সংস্থা স্বপ্নভূমি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জাহির আব্বাস মন্ডল জানান, বিগত বেশ কয়েকবছর ধরে মেমারি শহর তথা আসেপাশে এলাকার ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রতি মাসে সংস্থার পক্ষ থেকে সাধ্যমত সাহায্য করা হয়।