05/05/2024 : 9:51 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমান রাজ কলেজে ফি বৃদ্ধিকে কেন্দ্র করে ডেপুটেশন

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, বর্ধমান, ১ অগাষ্ট ২০২০:


বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বর্ধমান রাজ কলেজে থার্ড ইয়ারের সিক্স সেমিষ্টারের ফি বৃদ্ধিকে  কেন্দ্র করে সাধারণ ছাত্র ছাত্রী, তৃণমূল ছাত্র পরিষদের বর্ধমান রাজ কলেজের কনভেনার ঋত্বিক বিশ্বাস এবং কো-কনভেনার ও বর্ধমান ১ ব্লকের ছাত্র সভাপতি অর্ণব সেন (পাপ্পু)-এর কাছে চিঠি করে এবং ফি কমানোর জন্য তৃণমূল ছাত্র পরিষদ গত বৃহস্পতিবার বর্ধমান রাজ কলেজের কো কনভেনার এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সকলে ডেপুটেশন জমা দিতে যায়। কিন্তু সেইদিন ডেপুটেশন জমা নেননি প্রিন্সিপাল‌। গত শুক্রবার প্রিন্সিপাল স্যারকে ডেপুটেশন জমা দেন এবং প্রিন্সিপাল স্যার জানান ফি করবার ব্যবস্থা করা হবে এবং যাতে সাধারণ ছাত্র-ছাত্রীদের অসুবিধা না হয় সে বিষয়ে দেখা হবে। এব্যপারে সাধারণ ছাত্র ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ এবং প্রিন্সিপাল স্যার কে ধন্যবাদ জানান।

Related posts

দুয়ার সরকার মেমারিতেঃ একনজরে দেখে নিন কবে কোথায়?

E Zero Point

বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে মাস্ক বিলি বর্ধমানে

E Zero Point

মেমারি থানার সেফ ড্রাইভ-সেভ লাইফ অভিযান

E Zero Point

মতামত দিন