29/03/2024 : 4:40 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

লকডাউনে বলাগড়ের নৌকা শ্রমিকদের অভাব-অনটনে দিন কাটছে

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, ঝাড়গ্রাম, ১ অগাষ্ট ২০২০:


হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত বলাগড় ব্লকের বলাগড়ের বহু মানুষ যুক্ত নৌকা ব্যবসার সঙ্গে। দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এই নৌকা। নৌকা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা সারা বছরের মধ্যে বর্ষার সময় নৌকা বেশি বিক্রি করে। বেশি চাহিদা থাকার জন্য একটা নৌকা তৈরিতে যে টাকা খরচ হয় তার থেকে বেশি লাভে বিক্রি করে নৌকা। এর ফলে অর্ডার অনুযায়ী নৌকা তৈরিতে বসে পড়েন নৌকার শ্রমিকরা। কিন্তু লকডাউনের আগে এই ব্যবসা স্বাভাবিক থাকলেও করোনা বিপর্যয় চলে আসাতে লকডাউনে তার প্রভাব পড়েছে। নৌকা তৈরিতে যেসব শ্রমিকরা কাজ করেন তাদের এখন অভাব-অনটনে চলছে লকডাউনের সময়। রোজ কাজ না হওয়াতে, অভাবে ভুগছেন নৌকার সঙ্গে যুক্ত অনেক শ্রমিকরা । ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ভাগ ভাগ অনুযায়ী শ্রমিকদের পারিশ্রমিক হওয়ার মধ্য দিয়ে তাদের পরিবার চলে। এক নৌকা শ্রমিক জানান নৌকার কাজের মধ্য দিয়ে রেশনের চাল খেয়ে বেঁচে আছে তার পরিবার। যে টাকা নৌকা তৈরি করে পারিশ্রমিক পান তাতে তাদের সংসার ঠিকঠাক চলে না। কিন্তু বর্ষার সময় এই নৌকা ব্যবসায় অনুকূল হওয়ার কথা, সেখানে প্রতিকূল অবস্থা, লকডাউনে তার প্রভাব পড়েছে। কিছু নৌকা ব্যবসায়ীদের ব্যবসা ঠিকঠাক চললেও কিছু ব্যবসায়ীর আবার ঠিকঠাক চলছে না। কারণ হিসেবে তারা বললেন একেই লকডাউন, কোন গাড়ি অর্ডার অনুযায়ী নৌকা দিয়ে আসতে চাইছে না। এর ফলে সমস্যায় ভুগছেন কিছু নৌকা ব্যবসায়ী। করোনা মহামারী থেকে মানুষ যেদিন স্বাভাবিক হবে সেদিন হয়তো নৌকা ব্যবসায় সঙ্গে যুক্ত ব্যবসায়ীর পাশাপাশি নৌকা শ্রমিকদের সচল অবস্থায় ফিরে আসবে সেই দিকে তাকিয়ে বলাগড়ের নৌকা শ্রমিকের পাশাপাশি ব্যবসায়ীদের।

Related posts

‘বিনা চিকিৎসায়’ ছেলের মৃত্যু, তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ মা

E Zero Point

বিধবা পুত্রবধুর হাতে শ্বশুরমশাই তুলে দিলেন নতুন জীবন-সঙ্গী

E Zero Point

মেহেদিবাগান ভারত সংঘের পক্ষ থেকে সংবর্ধনা বর্ধমানে

E Zero Point

মতামত দিন