04/05/2024 : 8:09 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ডিমের উপর অভিনব শিল্পকর্ম কালনার প্রসেনজিত দাসের

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১ অগস্ট ২০২০:


করোনা আবহে বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা যখন বিভিন্ন ভাবে আক্রান্ত, তখন কালনার প্রসেনজিৎ দাস ডিমের উপর অভিনব শিল্পকর্ম করে বিশেষ মর্যাদা অর্জন করলেন।  এই শিল্পকর্ম করে ২০১৬ সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলতে সক্ষম হন। তারপর এই লকডাউন এর মধ্যে তিনি ওয়ার্ল্ড  এগ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের রেকর্ড বুকে নাম তুলতে সক্ষম হলেন। তাছাড়াও দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় কর্মরত এই শিল্পী বিভিন্ন জায়গায় শিল্প প্রদর্শনী করে পুরস্কৃত হয়েছেন।  লকডাউনে তার সংস্থা বন্ধ থাকায় তিনি এখন কালনার শ্যামগঞ্জ পাড়ার বাড়িতেই আছেন। এই সময়ে বাড়িতে বসে না থেকে তিনি শিল্পকর্ম  চর্চা নিবিড় ভাবে চালিয়ে যাচ্ছেন। তিনি ডিমের উপর ১৫ মিনিট সময়ের মধ্যে চারজন মনীষীর ছবি খোদাই  করতে সক্ষম হয়েছেন। তার এই পারদর্শীতার খবর জেলা থেকে জেলায় ছড়িয়ে পড়েছে। তাই তার শিল্পকর্মের প্রদর্শনীর জন্য বিভিন্ন সংস্থার ডাক পাচ্ছেন।  উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি সংস্থা কৃষি মেলা করছে,  সেখানে তাকে আহ্বান জানানো হয়েছে তার শিল্পকর্ম প্রদর্শনের জন্য।  এইভাবে একটার পর একটা বেসরকারি সংস্থা তার শিল্পকর্মের সম্মান দিলেও এখনো পর্যন্ত সরকার এগিয়ে আসেনি।   প্রসেনজিৎ দাস চান তার শিল্পকর্মের স্বীকৃতি দিক  সরকার।

Related posts

করোনা আপডেট পূর্ব বর্ধমানঃ আক্রান্ত ৪৩ জন, সুস্থ ৪৪ জন, দেখুন কোথায় কোথায় আক্রান্ত হয়েছে

E Zero Point

শ্রমিক মেলার অদূরে বিক্ষোভঃ বাম-কং নেতা-কর্মীদের আটক

E Zero Point

হাওড়া বর্ধমান মেইল লাইন শাখার দেবীপুর স্টেশনের পাশে আগুন

E Zero Point

মতামত দিন