18/04/2024 : 11:26 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

সামাজিক দূরত্ব বিধি ও মাস্ক পরার জন্য করজোড়ে অনুরোধ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ করোনা ভাইরাসের সংক্রমন ঠেকানোর জন‍্য স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বার বার বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার বলছে প্রশাসন, মাস্ক ব‍্যাবহার হ‍্যান্ড স‍্যানিটাইজার ব‍্যাবহারের কথাও বলা হচ্ছে, কিন্তু এর পরেও দেখা যাচ্ছে বর্ধমানের বিভিন্ন জায়গায় প্রচুর মানুষজন ভিড় করছেন বর্ধমান জেলাশাসক দপ্তর এলাকায় রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্টেটের দপ্তর সেই দপ্তরের সামনে উপচে পরা ভিড়। অবশেষে খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন মন্ত্রী স্বপন দেবনাথ সেখানে  সবার কাছে করজোড়ে আবেদন করলেন যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে সকলে ।  সেখানে স্বপনবাবুর সাথে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, মেন্টর উজ্জ্বল প্রামানিক, বর্ধমান সদর থানার আই সি পিন্টু সাহা মহাশয়। এদিন আই সি পিন্টু সাহা তিনি হাতে মাইক নিয়ে সকলের কাছে অনুরোধ করেন সামজিক দূরত্ব বজায় রাখার জন‍্য ।

Related posts

আদিবাসী সম্প্রদায় কে সঙ্গে নিয়ে চলো গ্রামে যাই কর্মসূচি মেমারিতে

E Zero Point

অসুস্থ মা কে দেখতে ব্যাঙ্কক যাওয়ার অনুমতি চেয়ে মামলা মেনকার

E Zero Point

তৃণমূল কংগ্রেস টোটো ইউনিয়ানের উদ্যোগে প্রচার মিছিল

E Zero Point

মতামত দিন