04/05/2024 : 8:49 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি ১ নম্বর ব্লকে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ১০ অগাস্ট ২০২০:


গত ৯ অগাষ্ট মেমারি ১ ব্লক আদিবাসী উদযাপন কমিটির উদ‍্যোগে মেমারি নতুন বাস স্ট‍্যান্ডে পুজোর মধ‍্য দিয়ে ছোট্ট অনুষ্ঠান করা হয়। এই বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি মহাদেব টুডু, সম্পাদক সনাতন হেমরম সহ নয়ন সরেন, সুরেশ টুডু, সমরেশ হেমরম, প্রাক্তন জিলা পরিষদ সদস‍্য বিমল সরেন, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ও বতর্মান সদস‍্য পাটোয়ারী মান্ডি, টিডিএস সম্পাদক সরকার মান্ডি, টিডিও সম্পাদক প্রশান্ত সরেন, মাঝি হাপন অর্গানাইজেশনের মহেশ্বর মুরমু, বিকাশ পরিষদের সহসভাপতি শান্তি রঞ্জন মান্ডি ও রামকৃষ্ণ হেমরম, আসেকার সমর কিস্কু ও সমর হাসদা ও দুই পুরোহিত যতীন মান্ডি ও ভব সরেন সহ বিশিষ্ট ব‍্যক্তি বর্গ। এখানে শহীদদের উদ্দেশ্যে নীরবতা পালন, দেবতার পুজো, আশীর্বাদ প্রার্থনা ও প্রসাদ বিতরণ করা হয়। তারমধ‍্যে উপস্থিত হন মেমারি থানার সাব ইন্সপেক্টর জয়দেব দে এবং তিনিও শহীদদের প্রতি পুষ্পার্ঘ দেন এবং এখান থেকে কয়েকজন প্রতিনিধিকে নিয়ে পুলিশের গাড়িতে কালনার আটঘরিয়ার উদ্দেশ্যে পাঠান।

Related posts

জেনে নিন- কোন কলেজে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্স চালু হলো

E Zero Point

প্রতীকী অনশনে তৃণমূলের মুখপাত্র দেবু টুডু

E Zero Point

বোলপুরে ট্রেন থেকে অজয় নদীতে পড়ে রেলের গার্ডের রহস্যজনক মৃত্যু

E Zero Point

মতামত দিন