04/05/2024 : 8:49 PM
আমার বাংলাউত্তর বঙ্গশিলিগুড়ি

মানুষের ক্ষোভ বিক্ষোভ দমন করতেই লকডাউন করা হচ্ছেঃ দিলীপ ঘোষ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, শিলিগুড়ি, ১১ অগাষ্ট, ২০২০:


গত তিন দিন থেকে উত্তরবঙ্গ সফরে এসেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মালদায় দলীয় বৈঠক করার পর হেমতাবাদে বিজেপি বিধায়ক দেবেন্দ্র রায়ের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করার পর সোমবার রাতেই শিলিগুড়ি পৌঁছন দিলীপ ঘোষ। আজ শিলিগুড়ি বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের মানুষকে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য নয়, বিজেপির রাজনৈতিক কর্মসূচিকে রোখার জন্যই বেছে বেছে রাজ্যে লকডাউনের দিন ঘোষণা করা হয়েছে। দিলীপ বাবুর যুক্তি এভাবে রাজ্যে করোনার সংক্রমণ আটকানো যাবে না। রাজ্যের উচিত তিথি নক্ষত্র না দেখে বিজ্ঞানসম্মত ভাবে লকডাউনের দিন ঘোষণা করা। অন্যদিকে, রাজ্যের মানুষের ক্ষোভ বিক্ষোভ দমন করতেই লকডাউন করা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেন দিলীপ ঘোষ। অপরদিকে, মমতার বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে বাংলা স্লোগানকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, শুধুমাত্র করোনার সংক্রমণের ক্ষেত্রেই দিদিমণির এগিয়ে বাংলা স্লোগান সত্যি হয়েছে। চিকিৎসা ব্যবস্থায় রাজ্যের কোন নিয়ন্ত্রণ নেই, শুধুমাত্র ভগবান ভরসাতেই রাজ্যের মানুষে বেঁচে আছেন বলেও এদিন কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

Related posts

গণধর্ষণের প্রতিবাদে জামালপুরে তৃণমূলের বিক্ষোভসভা

E Zero Point

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, শক্তিগড় থেকে গ্রেফতার যুবক

E Zero Point

নতুন বছরে মা-মাটি-মানুষের পঞ্চায়েত তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধঃ মেমারি ১ ব্লক সভাপতি

E Zero Point

মতামত দিন