06/05/2024 : 6:21 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ডাইনি প্রথার বিরুদ্ধে সচেতনতায় বিজ্ঞান মঞ্চ

জিরো পয়েন্ট নিউজ – প্রেরণা দে, কালনা, ২৫ অগাস্ট ২০২০:


আজকের ফেসবুক-ইনস্টাগ্রামের যুগেও রাজ্যে এমন কিছু জায়গা আছে যেখানে এখনও মানুষের অস্বাভাবিক কিছু আচরণকে ডাইনির তকমা দেওয়া হয়। শুধু গ্রাম কেন এখনও শহর-গঞ্জের শিক্ষিত মানুষের মধ্যেও আছে কুসংস্কারের প্রভাব। কিন্তু মানুষ থেমে নেই কুসংস্কারে আবদ্ধ মানুষের মধ্যেই থাকে জ্ঞানের বীজ – আর সেই বীজ বিশেষ জ্ঞানে অঙ্কুরিত হয়ে সমাজে আলো প্রদান করতে পারে সেই জন্য নিরন্তর কাজ করে চলেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অজস্র বিশেষ জ্ঞান প্রাপ্ত কর্মীরা।

সম্প্রতি কালনা-২ ব্লকের অনুখাল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে কুসংস্কারে আচ্ছন্ন ডাইনি প্রথার প্রসার হয়েছে ব্যাপকভাবে। এই কারণে কালনা-২ সমষ্টি উন্নয়ণ আধিকারিক কাদম্বা গ্রামে ডাইনি প্রথার বিরুদ্ধে বিজ্ঞান সচেতনতা শিবিরের আয়োজন করার জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যদের আমন্ত্রণ জানান।

গতকাল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কালনা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ডাইনি প্রথার বিরুদ্ধে সচেতনতা কর্মসূচির আয়োজন করে প্রশাসনের সহযোগিতায়। উক্ত সচেতনতা শিবিরে ডাইনিপ্রথা ও কুসংস্কার এর বিরুদ্ধে জেলা সম্পাদক আশুতোষ পাল বক্তব্য রাখেন।

Related posts

মেমারির তৃণমূল নেতৃত্বের নেতাজী জয়ন্তী

E Zero Point

মেমারিতে ক্লাব উদয়নের প্রতিমা নিরঞ্জন

E Zero Point

বর্ধমানে বেসরকারী বাস না চলায় চরম ভোগান্তিতে কর্মরত মানুষ

E Zero Point

মতামত দিন