08/05/2024 : 8:35 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার ব্লক হাসপাতালের স্বাস্থ্যপরিসেবা নিয়ে প্রশ্ন?

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৯ অগাষ্ট, ২০২০:


বর্তমানে প্রত্যেকটা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে লালা রস সংগ্রহ করা হচ্ছে করোণা টেস্টের জন্য।
ভাতার ব্লক হসপিটালে প্রতিদিন গড়ে ১০০ জন ব্যক্তির লালা রস টেস্ট করা হচ্ছে।
কিন্তু এই লালা রস টেস্ট করতে এসে মানুষ প্রশ্ন তুলছে পরিষেবা নিয়ে।
কোন সোশ্যাল ডিসটেন্স মেনটেন করা হচ্ছে না।
যারা লালা রস টেস্ট করতে আসছেন তাদের ধারেকাছে কেউ ঘেঁষছে না বলে অভিযোগ।
কোন লাইন মেনটেন করা হচ্ছে না।
যার ফলে সংক্রমণ আরো বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় মানুষজন।

Related posts

পান্ডুয়ার রেশন দোকান গুলিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মুসুর ডাল দেওয়া শুরু হল

E Zero Point

লকডাউন এর তিন কাহন- মৃৎশিল্পীদের কথা

E Zero Point

শেকলবন্দি অবস্থায় মৃত্যুর প্রহর গুনছে হাসানুর হোসেন

E Zero Point

মতামত দিন