02/05/2024 : 9:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

সেমিষ্টার-৬ অনার্স ও জেনারেল পরীক্ষা হবে ঘরে বসেঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২ সেপ্টেম্বর, ২০২০:


আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলেজ শিক্ষকদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সেম-৬ অনার্স ও জেনারেল পরীক্ষা হবে ঘরে বসে। বিশ্ববিদ্যালয় প্রশ্ন পাঠাবে কলেজকে মেল করে। প্রশ্নপত্রের ধরণ হবে ৫ নম্বর ও ১০ নম্বরের। কোন অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবেনা। বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট ফরম্যাটে প্রশ্ন বুকলেট কলেজে মেল করে পাঠাবে। কলেজকে সকল ছাত্র-ছাত্রীদের সেই প্রশ্ন তাদের মেল এ পাঠিয়ে দিতে হবে।ছাত্র-ছাত্রীরা সেই বুকলেট প্রিন্ট আঊট করে বাড়ীতে বসেই উত্তর লিখবে।তারপর সেই উত্তরপত্র ফোনে ছবি তুলে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত মেল আইডিতে পাঠিয়ে দেবে।এক একটি বিষয়ের জন্য কলেজকে পৃথক পৃথক মেল আইডি খুলতে হবে। ছাত্র- ছাত্রীদের পাঠানো উত্তর পত্র বুকলেট গুলি বিশ্ববিদ্যালয় পুনরায় কলেজকে মেল মারফৎ পাঠাবে।এক একটি বিষয়ের জন্য এক একটি মেল। উত্তর পত্রের মূল্যায়ন কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ করবেন নিজ নিজ কলেজের ছেলে মেয়েদের।অনলাইনেই উত্তর পত্রের মূল্যায়ন করবেন শিক্ষক-শিক্ষিকারা। অর্থাৎ উত্তর পত্র মোবাইলে বা ল্যাপটপে বা ডেস্কটপে ডাঊনলোড করে নিয়ে নম্বর বসিয়ে দিতে হবে OMR Marks Foil এ।অনার্স ও পাস দুই ক্ষেত্রেই একই পদ্ধতি। পরীক্ষা হবে ১-১৮ অক্টোবরের মধ্যে।খাতা দেখে জমা করতে হবে পরীক্ষার হবার ৪ দিনের মধ্যে।সেম ৬ এর ইন্টারনাল এর নম্বর ১৫ সেপ্টেম্বরের মধ্যে ক্যাপচার করে দিতে হবে।সেম ৬ এর ভর্তি বা এনরোলমেনট হবে অনলাইনে।আগামী পরশু থেকে সেম ৬ এর ভর্তি শুরু হবে। সেম ৫ ও ৬ এর বিজ্ঞানের সব বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

Related posts

বর্ধমানে শুরু হচ্ছে পদি পিসির বর্মী বাক্স

E Zero Point

মঙ্গলকোটের নতুনহাটে করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

E Zero Point

আগামী ঈদ-উল-আযাহ উপলক্ষে জামালপুরে ঈমামদের নিয়ে প্রশাসনিক বৈঠক

E Zero Point

মতামত দিন