25/04/2024 : 12:57 PM
আমার দেশব্যবসা বণিজ্য

উন্নত মানের বস্ত্রক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত ও জাপানের মধ্যে সমঝোতা পত্রে কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২ সেপ্টেম্বর, ২০২০:


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে আজ জাপানের বাজারের জন্য ভারতীয় বস্ত্র ও পরিধেয় সামগ্রীর গুনমান এবং পরীক্ষা পদ্ধতিকে আরো উন্নত করার জন্য ভারতের বস্ত্র সমিতি এবং জাপানের মেসার্স নিসেনকেন কোয়ালিটি ইভলিউশন  সেন্টারের মধ্যে সাক্ষরিত সমঝোতাপত্রটিকে অনুমোদন দিয়েছে।

এই সমঝোতা পত্রের ফলে জাপানের মেসার্স নিসেনকেন কোয়ালিটি ইভলিউশন সেন্টার বস্ত্র ও পরিধেয় সামগ্রী উৎপাদনের জন্য ভারতে নিজেদের সহযোগী পরীক্ষা ও পর্যবেক্ষণ করার কাজে বস্ত্র সমিতিকে নির্দিষ্ট ভাবে দায়িত্ব দিতে পারবে। এই বস্ত্র ও পরিধেয় সামগ্রীর মধ্যে প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহৃত কাপড় এবং অন্যান্য উৎপাদিত সামগ্রীও থাকবে, যেগুলির জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্রেতা এবং বিক্রেতারা পারস্পরিক সহমতের ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষার দিন ধার্য করতে পারবেন।

Related posts

শ্রীনগরের লাল চকের ক্লক টাওয়ার জাতীয় পতকার রঙে আলোকিত

E Zero Point

সামনের সারিতে থাকা যোদ্ধাদের টিকাকরণে অগ্রাধিকার দিয়ে ভারত, তার ঋণ স্বীকার করলো : প্রধানমন্ত্রী

E Zero Point

দেশে করোনাঃ গত ২৪ ঘন্টায় ৩.৫৪ লক্ষ আক্রান্ত হলেও ২ লক্ষ সুুস্থ হয়েছেন

E Zero Point

মতামত দিন