30/04/2024 : 10:45 PM
দক্ষিণ বঙ্গহুগলি

ভগবানের কোয়ারেন্টাইন শেষ হল এবার

জিরো পয়েন্ট নিউজ – রূপাঞ্জন রায়, হুগলি, ৪ সেপ্টেম্বর, ২০২০:


দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর হুগলী জেলার তারকেশ্বর মন্দির, আজ থেকে পুনরায় খুলে গেল। সকাল ৬ টা থেকে দুপর ১২ টা পর্যন্ত মন্দির খোলা হয়। করোনা পরিস্থিতিতে সমস্ত করোনা বিধি মেনেই খোলা হয়। তবে ভক্তদের এখনই গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। দূর থেকেই বাবা তারকনাথকে দর্শন করেতে হচ্ছে। তবে পুজো দিতে পারছেন ভক্তরা। আজ প্রথম দিনে স্থানীয় ভক্তরা পুজো দিতে পেরে খুশি। এরকমই কয়েক স্থানীয় বেশকিছু পূণ্যার্থী সকাল সকাল মন্দিরের গেটের সামনে পুজো দিতে লাইনে দাঁড়িয়ে পড়েন। পুজো দিতে আসা ভক্তরা জানালেন লকডাউনে বাবা তারকনাথের পুজো দিতে পারেননি। মন্দির খোলার খবর পেয়ে মনটা খুশিতে ভরে যায়। খুশি এলাকার ব্যবসায়ী থেকে পূজারীরা। প্রথম দিনে ভক্ত সমাগম কম হওয়ায় ব্যবসায়ীদের কেনাকাটা কম হয়েছে। তবে মন্দির খোলার সিদ্ধান্তে তাঁরা স্বস্তি পেয়েছেন বলে জানান।

Related posts

সিমলন গ্রামের সু-সন্তান প্রয়াত

E Zero Point

মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু মেমারিতে

E Zero Point

কেতুগ্রামের জনসভায় দিলীপ ঘোষের হুঁশিয়ারি পুলিশ প্রশাসনকে

E Zero Point

মতামত দিন