15/04/2024 : 10:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পুকুরে জাল ফেলে টাকা উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৪ সেপ্টেম্বর ২০২০:


করোনার ফলে লকডাউনে দেশের অর্থনৈতিক অবস্থা যখন নিম্নমুখী, মানুষের হাতে টাকা নেই ঠিক তখনই পুকুরে ডুব দিলেই মিলছে টাকা।
ঘটনায় প্রকাশ মেমারি থানার মেমারি-২ ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় মশাগড়িয়া গ্রামে। গ্রামের প্রাইমারী স্কুলের পিছনে পাসুর ডোবা পুকুর থেকে বিগত ২-৩ দিন ধরে টাকা পাওয়া যাচ্ছে। এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জনৈক গ্রামবাসী সূত্রে জানা গেল গত ৩ দিন ধরে পুকুরে ডুব দিলেই হাতে উঠে আসছে ১০০ টাকা, ৫০০টাকা, ২০০০টাকার নোট অথবা খুচরো পয়সা এমনকি সোনার গহনাও। ঘটনার লোকমুখে জানা জানি হওয়াতে গ্রামবাসীরা মেমারি থানায় খবর পাঠায়।

মেমারি থানা থেকে পুলিশ এসে পুকরে জাল ফেলে টাকা ও সোনার গহনা উদ্ধার করে নিয়ে যায়।পুলিশ এই ঘটনার তদন্তে শুরু করেছে

আনুমানিক ৭০হাজার টাকা ও সোনার গহনা পাওয়া গেছে পুকুর থেকে।

Related posts

মাস্ক ছাড়া কোন কাজ হবেনা, বার্তা ভাতার থানার পুলিশ

E Zero Point

রোগ থেকে মুক্তি পেতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

E Zero Point

মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মাধ্যমিকে কৃতিদের সংবর্ধনা

E Zero Point

মতামত দিন