04/05/2024 : 9:16 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পথে নেমে কালনা জুড়ে প্রতিবাদ

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৫ সেপ্টেম্বর ২০২০:


সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে  শনিবার   সাইকেল ও বাইক মিছিল করে কালনা জুড়ে গণসংগঠনের কর্মীরা।    এই সময়ে মানুষের  ন্যূনতম চাহিদা পূরণের দাবিতে  এদিন কালনা শহর, কালনা-১  ব্লক এবং কালনা দু নম্বর ব্লকে পৃথক পৃথকভাবে বাইক ও সাইকেল মিছিল হয়।

 কালনা শহর এরিয়া কমিটির এলাকার বিভিন্ন বাম গণসংগঠন গুলির উদ্যোগে  এদিন রাজবাড়ী থেকে সাইকেল ও বাইক মিছিল শুরু শুরু হয়ে গোটা কালনা শহর পরিক্রমা করে।   একইভাবে কালনা এক নম্বর ব্লকের ধাত্রীগ্রাম থেকে বাইক মিছিল শুরু হয়।  এই মিছিল প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে আবার ধাত্রীগ্রামেই শেষ হয় । কালনা দু নম্বর ব্লকের বড় ধামাস গ্রাম পঞ্চায়েতের বালিন্দর গ্রামে সাইকেল মিছিল শুরু হয়ে মাতিস্বর বাজারে শেষ হয়।   মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিতে সরব হন।  দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হল– বর্ধিত মজুরি সহ রেগার কাজ ২০০ করা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বিশেষ করে রেল বিদ্যুৎ পেট্রোলিয়াম কয়লা ব্যাংক-বীমা প্রতিরক্ষা উৎপাদন বেসরকারিকরণ বন্ধ করা, বিপর্যয় মোকাবেলা আইন চালু থাকায় মহামারীতে মৃতদের পরিবারকে জাতীয় বিপর্যয় রিলিফ ফান্ডের বিধি মেনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া, শ্রম আইন শিথিলের উদ্যোগ বন্ধ করা, শহরাঞ্চলে কর্ম নিশ্চয়তা আইন চালু করা, আইকর দেন না এমন পরিবারগুলিকে আগামী ছয় মাস মাসিক নগদ ৭,৫০০ টাকা করে দেওয়া, আগামী ৬ মাস যাদের প্রয়োজন এমন সকল পরিবারকে মাথাপিছু ১০ কিলোগ্রাম করে খাদ্যশস্য বিনামূল্যে দিতে হবে।

Related posts

ময়দানের রাজা গোষ্ঠ পালের ১২৪ তম জন্ম বার্ষিকী পালন

E Zero Point

চরম বিপাকে কালনার রাখি শিল্পীরা

E Zero Point

রুরাল ডাক্তারদের সম্মেলন মেমারিতে

E Zero Point

মতামত দিন