02/05/2024 : 9:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমগরাহুগলি

শিক্ষক সংবর্ধনা মগরার ত্রিবেণীতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর, ২০২০:


গত ৫ই সেপ্টেম্বর, ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর ১৩২ জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিবেণীর সনৎসদনে এলাকার কিছু বিশিষ্ট শিক্ষক মন্ডলীদের এক সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছিলো। সোস্যাল এন্ড এনভাইরোনমেন্টাল অফ অ্যাসোসিয়েশন অফ মগরা এন্ড ত্রিবেণী এনজিও দ্বারা আয়োজিত এই শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে করোনা মহামারীর সুরক্ষা মূলক সব রকম নিয়ম শৃঙ্খলা মানা হয়েছিল।

সংস্থার পক্ষ থেকে ড. অরিজিৎ মজুমদার জানান যে, এই অনুষ্ঠানে আমরা কিছু শিক্ষকগণকে আমন্ত্রিত এবং সংবর্দ্ধর্তিত করতে পেরে খুবই উৎসাহিত ও আনন্দিত। যারা শুধু শিক্ষা দানের মধ্যে সীমিত না থেকে শিক্ষাদানের বাইরেও এই সমাজের অসহায় দরিদ্র মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের সম্পর্কে যতই বলা হোক না কেন সেটাও যেন কম হয়ে যায়।

তিনি আরও জানান যে, ২০১৯ সাল থেকে এই সংস্থা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সামাজিক কাজকর্ম করে চলেছে।

ভবিষ্যৎ প্রজন্ম যাতে জল সঙ্কটের সম্মুখীন না হয় তার জন্য স্বল্প মূল্যে রেন ওয়াটার হারভেস্টিং প্রকল্পের জন্য কাজ করা হবে।

Related posts

৫০ বছরের রাস্তার দাবী পূরণ হলো ভাতারে

E Zero Point

করোনা আক্রান্ত রোগীর দেহ দাহ করা নিয়ে উত্তেজনা বাঁশবেড়িয়া গন্ধেশ্বরী ঘাটে

E Zero Point

করোনার বিরুদ্ধে লড়াই কালনা বিজ্ঞান কেন্দ্রের

E Zero Point

মতামত দিন