22/05/2024 : 5:09 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পল্লিমঙ্গল সমিতির তরফে করোনা হেল্পলাইন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর, ২০২০:


কেউ কোভিড পজিটিভ হলে তার পর তার পরিবার কিরকম অসুবিধার সম্মুখীন হচ্ছে তা হয়ত অনেকেই বুঝতে পারছেন, তাদের নিত্যদিনের খাবার পেতে যেমন সমস্যা হচ্ছে তেমনই আশপাশের মানুষদের চাপে মানসিক সমস্যায় পরতে হচ্ছে পরিবারের বাকিদের, পজিটিভ টাচে থাকা কেউ নেগেটিভ এলেও তাকে শুধুমাত্র সন্দেহের বশে হেনস্থা করা হচ্ছে জনমানসে, টেস্টে অনেকেই পিছপা ; কিন্তু টেস্ট ছাড়া গতি কি ! নিজে টেস্ট না করে অপরের দিকে আঙুল তোলা ক যুক্তিযুক্ত ! কোথায় কি ভাবে টেস্ট করা যায়, টেস্ট নিয়ে ভুলভাল রটনা  এইসব নিয়েই পরিস্থিতি বিচ্ছিরিরকম, প্রশাসনের দোষে না ! আমাদের মূর্খামিতায় এই অবস্থা …. সব বিষয় নিয়ে সাহায্য করতে , পল্লিমঙ্গল সমিতির তরফে হেল্পলাইন খোলা হল আজ থেকে, কোভিড আক্রান্তের পরিবার থেকে শুরু করে যে কেউ যেকোনো রকম কোভিড সংক্রান্ত সাহায্য পেতে বা প্রশ্নের উত্তর জানতে ফোন করতে পারেন এই নাম্বারে, কোভিড সংক্রান্ত বিষয়ে কেউ কাউকে হেনস্থা করলে জানান আমাদের বা সরাসরি প্রশাসনকে, আমরা প্রশাসনের গোচরে তা আনব অতিদ্রুত….. কোভিড নিয়ে সচেতনতা দরকার; বিভ্রান্তি না !!!

Related posts

ভোররাতে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, মৃত ১

E Zero Point

মা দুর্গার পায়ের ছাপ….কাটোয়ায়

E Zero Point

বর্ধমাবনে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সেবাকার্য

E Zero Point

মতামত দিন