05/05/2024 : 12:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বরে বাঁকা নদীতে মৃতদেহ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২৫ সেপ্টেম্বর, ২০২০:


আজ মন্তেশ্বর ব্লকের আমাটিয়া গ্রামে বাঁকা নদীতে এক মৃতদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়বাসী প্রধান হেমরম নামে ঘটনাটি প্রত্যক্ষ করার পর রশি দিয়ে বেঁধে রাখে নদীর ধারে এবং মন্তেশ্বর থানার খবর দেওয়া হয়। পুলিশ অজ্ঞাত পরিচয় মৃতদেহটি নদী থেকে উদ্ধার করে মন্তেশ্বর থানায় নিয়ে যায়।

প্রধান হেমরম জানান যে, কয়েকদিন আগে কুড়িলীগ্রামের এক পরিবার এখানে এসে একজন বয়স্ক মানুষের খোঁজখবর নিতে থাকে যে নদীপাড় করে এসেছিল। তাই তিনি নিজে মৃতদেহটি ভাসতে দেখে নদীর ধারে বেঁধে রেখে বনগ্ৰামে ফোন করে তারা এসে মৃতদেহ শনাক্ত করে।

ঘটনায় প্রকাশ গত মঙ্গলবার  মেমারি ২ নম্বর ব্লকে বনগ্রামে স্বপন সামন্ত (৬১) কুড়িলীগ্রামে মেয়ের বাড়িতে মেয়ে জামাই নাতিপুতি নিয়ে বনগ্ৰাম আশ্রমে বেড়াতে আসেন। মেয়ে জামাই এবং নাতিপুতিরা আশ্রম দেখার পর তারা টোটো করে বাড়ি ফেরে। কিন্তু স্বপন সামন্ত বলেন যে তিনি হেঁটে যাবেন বলে।

মেয়ে জামাই জানান যে, পাশেই বাঁকা নদী পার হয়ে যাবার সময় এই বিপদ ঘটতে পারে। নিখোঁজ হন তারপর বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে অবশেষে আজ মন্তেশ্বর ব্লকের আমাটিয়া গ্রামে বাঁকা নদীতে ভাসতে দেখে যায়।

 

Related posts

মেমারি শহর কমিটি যে ভাবে তৈরি হয়েছে, তা দলের পক্ষে মঙ্গলজনক নয়ঃ অপমানিত ও মর্মাহত প্রাক্তণ শহর সভাপতি

E Zero Point

নব্য তৃণমূল নেতৃত্বকে সংবর্ধনা মেমারিতে

E Zero Point

বার কাউন্সিল কে স্মারকলিপি ‘সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চে’র

E Zero Point

মতামত দিন