01/05/2024 : 12:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনাজয়ীদের সামাজিক বয়কট কাটাতে ফুটবল ম্যাচ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ২৫ সেপ্টেম্বর, ২০২০:


নানা জায়গায় কোভিড রুগী , কোভিড যোদ্ধা ও তাদের পরিবারকে সামাজিক বয়কটের সম্মুখীন হতে হচ্ছে, কোভিড জয়ীরা বাড়ি ফিরে এলেও সেই সম্মস্যা অনেকাংশে বজায় থাকছে , আশপাশের পাড়া প্রতিবেশী থেকে অনেক বন্ধুবান্ধবও তার সাথে মিশতে চাইছে না, বাস্তবত কোভিড রুগীর সাথে শারিরীক দূরত্ব প্রয়োজন হলেও কোভিড জয়ীদের ক্ষেত্রে সেই রকম কোনো নিয়ম নেই ! কিন্তু গুজব ও ভুলধারণাবশত এই পরিস্থিতি তৈরী হচ্ছে।

সেই ধারণা কাটাতে কোভিড জয়ীদের সাথে সাধারণ খেলোয়ারদের বন্ধুত্তপূর্ণ ম্যাচের আয়োজন করেছে পল্লিমঙ্গল সমিতি, আদতে কোভিড জয়ীদের সম্মানের চোখে দেখা উচিত, সামাজিক বয়কট না , কোভিড জয়ীরা কোভিড জয়ের পর শারিরীক ভাবে ফিট হয়ে যায় খুব তারাতারি, এটাই এই খেলার বার্তা , কোভিডের জন্য সচেতনতা দরকার, ভীতি না ! পুরস্কারেও অভিনবত্ত , যে টিম হারবে তাদের উপর দায়িত্ব বর্তাবে তার বাড়ির আশপাশের প্রতিবেশীদের কোভিড টেস্ট করানোর জন্য প্রচার চালানোর, যারা জিতবে তাদের পুরস্কারও অভিনব, উর্দ্ধমুখী বাজারে প্রত্যেকের জন্য ২কেজি করে আলু ।

আজ খেলার আয়োজন করা হয়েছিল পল্লিমঙ্গল সমিতি মাঠে। বন্ধুত্বপূর্ণ এই ফুটবল ম্যাচে কোভিড জয়ী টিম জয়লাভ করলো।

Related posts

মালদায় তালা ভেঙে গৃহস্থবাড়িতে চুরি

E Zero Point

পঞ্চায়তে ভোটের আগে তৃণমূলে ভাঙ্গন

E Zero Point

ভাতারে একই দিনে দুজায়গায় দুঃসাহসী চুরি, একটি খোদ পুলিশের বাড়িতে

E Zero Point

মতামত দিন