06/05/2024 : 10:02 PM
আমার বাংলাআলিপুরদুয়ারউত্তর বঙ্গ

ফালাকাটা বিধানসভা উপ নির্বাচন বাতিলের নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের

জিরো পয়েন্ট নিউজ – আবিদ হোসেন, আলিপুরদুয়ার, ২৯ সেপ্টেম্বর, ২০২০:


রাজ্যের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভার উপ নির্বাচন বাতিলের নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেন। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করতে চাচ্ছে না নির্বাচন কমিশন বলে সূত্রে খবর।

আগামী ২৯ নভেম্বর ২০২০ এর মধ্যে বিহার নির্বাচনের সাথে ফালাকাটা উপ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এক নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই নির্দেশিকা মতো ফালাকাটা উপ নির্বাচনকে সামনে রেখে ডান বাম সহ প্রত্যেক রাজনৈতিক দল আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছিল।কিন্তু মঙ্গলবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তি জারি করে আসামের দুটি, কেরালার দুটি,তামিলনাড়ুর দুটি এবং পশ্চিমবঙ্গের একটি উপ নির্বাচন আপাতত বাতিল বলে ঘোষণা করেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক মহল সহ এলাকাবাসী।

Related posts

পূর্বস্থলীতে বিবেক চেতনা উৎসব ও লোক সংস্কৃতি উৎসব

E Zero Point

মেমারিতে যুবতী খুনের অভিযোগে গ্রেপ্তার ১

E Zero Point

পঞ্চায়েত নির্বাচন পাখির চোখঃ বিভিন্ন দাবী নিয়ে বামেদের ডেপুটেশন মেমারিতে

E Zero Point

মতামত দিন