29/03/2024 : 1:17 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদমুর্শিদাবাদ

রাজ্য সরকারের পাশাপাশি কান্দি পৌরসভার পক্ষ থেকে ১০হাজার টাকা করে চেক প্রদান

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১৯ অক্টোবর, ২০২০:


কোভিড সংক্রমণ মধ্যে রাজ্য সরকার ইতি মধ্যেই রাজ্যের সমস্ত পুজো কমিটি গুলিকে ৫০হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে ।এবার রাজ্য সরকারের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার পক্ষ থেকে ৯২টি পূজো কমিটির হাতে ১০হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করল কান্দি পৌরসভা ।

সোমবার কান্দি পৌরসভা হলে কান্দি পৌরসভার উদ্যোগে কান্দির দূর্গাপুজো কমিটি গুলোকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কান্দি পৌরসভার মঞ্চে। এদিন এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কো-অডিনেটররা। এদিন পূজা কমিটি গুলিকে ১০ হাজার টাকার চেক সঙ্গে স্যেনিটাইজ, মাক্স ও চিকিৎসা জন্য ঔষধ ও তুলে দেওয়া হয়। এর পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে একটি পূজোর গাইড ম্যাপের ও উদ্বোধন করা হয়। কোভিট-১৯ পরিস্থিতিতে পূজো কমিটি গুলি কি কি সাবধানতা অবলম্বন করবে তা ও বিস্তারিত ভাবে জানানো হয়। কান্দি পৌরসভার প্রশাসক অপুর্ব সরকার জানিয়েছেন গতবছর থেকে কান্দি পৌরসভার পক্ষ থেকে এই আর্থিক সাহায্য করা হচ্ছে পুজো কমিটি গুলিকে। এবছর দুর্গাপূজো কোভিড সংক্রমণ মধ্যে কিভাবে পালন করতে হবে তাও জানানো হয়। আর্থিক অনুদান পেয়ে খুশি প্রকাশ করেছেন বিভিন্ন পূজো কমিটির সদস্যরা। কান্দি পৌরসভার এই কাজে খুশি কান্দি শহরবাসী।

 

Related posts

মন্তেশ্বর বিডিও অফিসে পালিত হল “ইঞ্জিনিয়ার দিবস”

E Zero Point

কলকাতা হাইকোর্টের নির্দেশে ‘স্বাধীনতা’ পেল আরামবাগ টিভি

E Zero Point

মেমারি নতুন বাসষ্ট্যান্ডে তৃণমূলের নির্বাচনী সভা

E Zero Point

মতামত দিন