25/04/2024 : 5:47 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

তারকেশ্বরে ধর্ণায় বসলেন এক গৃহ বধূ

জিরো পয়েন্ট নিউজ – বিশ্বজিৎ মন্ডল, হুগলি, ১৯ অক্টোবর, ২০২০:


তারকেশ্বরের শ্যামপুড়ে শ্বশুর বাড়িতে মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে ধর্ণায় বসলেন এক গৃহ বধূ। জানা গেছে তিন বছর আগে বিয়ে সম্বন্ধ করে বর্ধমানের মালবিকা ঘোষের সাথে বিবাহ হয় হারাধন ঘোষের।বর্তমানের তাদের আড়াই বছরের একটি পুত্র সন্তান ও আছে।
গৃহ বধূ মালবিকা ঘোষের অভিযোগ বিয়ের ছয় মাস পর সন্তান সমম্ভবা অবস্থায় তাকে বিতাড়িত করে তার শশুর বাড়ির লোকজন।
দীর্ঘ দিন কেটে গেলেও কেউ যোগাযোগ রাখেনি তার সাথে।উল্টে মালবিকার নামে মিথ্যা চুরির মামলা করে মালবিকার শশুর বাড়ীর লোকজন।পরে আদালতের রায় মালবিকার পক্ষে যাওয়ায় সম্ভবনা দেখা দিলে আদালতে স্ত্রী কে নিয়ে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে মামলা খারিজ করে হারাধন ঘোষ ।আবারও প্রতারিত হন মালবিকা ,দীর্ঘ দিন কেটে গেলেও শশুর বাড়িতে আশ্রয় হয়নি মালবিকার।কোনো উপায় না পেয়ে রবিবার সকাল থেকে শশুর বাড়িতে সংসার করার দাবি নিয়ে শশুর বাড়ীর সামনে ধর্ণায় বসেন মালবিকা।মালবিকা কে দেখার সঙ্গে সঙ্গেই দরজায় তালা লাগিয়ে দেয় শশুর বাড়ির লোকজন।
বাড়িতে তালা লাগানো থাকায় স্বামী হারাধন ঘোষের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও স্থানীয় দের অভিযোগ গৃহ বধূর সাথে অন্যায় আচরণ করেছে হারাধন ঘোষ ও তার পরিবার।এই অন্যায়ের বিহিত চাইছেন প্রতিবেশী রাও।

Related posts

নবজাতক-প্রসূতিকে  বাড়ি ফেরালো সাংবাদিকরা

E Zero Point

ভ্যাকসিনের জন্য রাত দুটো থেকে লাইন পূর্বস্থলীতে

E Zero Point

মঙ্গলকোটের লাকুরিয়া ইয়ং অ্যকশন ক্লাবের উদ্যোগে এক দিনের ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

মতামত দিন