06/05/2024 : 10:38 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

অনুন্নত কুম্ভকার সমিতির উদ্যোগে ডেপুটেশন কালনায়

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৩০ সেপ্টেম্বর, ২০২০:


ভারতের অনুন্নত কুম্ভকার সমিতির উদ্যোগে এ দিন কালনা বিডিও অফিসে ফের ডেপুটেশন জমা দিল কুম্ভকারেরা। তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুজোকে কেন্দ্র করে হকারদের কথা চিন্তা করেছে, চিন্তা করেছে পুরোহিতের কথা এবং ক্লাব গুলিকেও পঞ্চাশ হাজার টাকা করে অনুদানের কথাও তিনি ঘোষণা করেচ্ছেন।

কিন্তু পুজোর অন্যতম উপাদান ঠাকুর। কুম্ভকাররা ঠাকুর তৈরি করেন তাঁদের জন্য কোনও ঘোষণা নেই। তারা বর্তমানে খুবই আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন, কিছু দিন বাদে ঋণে জর্জরিত হয়ে তারা আত্মহত্যা করতে বাধ্য হবে। অবিলম্বে কুম্ভকার দের জন্য কোনও সরকারি সাহায্যের ব্যবস্থা করুক সরকার। এই দাবি নিয়ে ফের আজকের বিক্ষোভ ডেপুটেশানে সামিল হন কুম্ভকারেরা।

Related posts

মোবাইলে প্রেম, বিবাহিত প্রেমিকের বাড়িতে প্রেমিকা হাজির

E Zero Point

বিজেপিকে রুখতে কংগ্রেস, সিপিএম নয় একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেসঃ মন্ত্রী ফিরহাদ হাকিম

E Zero Point

বিজেপির যুব মোর্চার পথসভা মেমারিতে

E Zero Point

মতামত দিন