27/04/2024 : 6:55 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে পাট্টা বিতরণ

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৩০ সেপ্টেম্বর, ২০২০:


ভাতার ব্লক ভূমি দপ্তর ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ৫১জন দারিদ্র ব্যক্তিদের পাট্টা বিতরণ করা হলো আজ।

করোনাভাইরাস এর জন্য দুটি ভাগে ভাগ করে এই পাট্টা বিতরণ করা হচ্ছে। আজ ২৫ জন ব্যক্তিকে পাট্টা দেয়া হচ্ছে বাকি আগামীকাল দেয়া হবে।

উপস্থিত ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ মান গোবিন্দ অধিকারী, ভাতার ভূমি দপ্তরের আধিকারিক সৌমেন চ্যাটার্জী।
আজ পাট্টা পেয়ে খুশি ভাতারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মানুষ। বলগোনা অঞ্চলের বাসিন্দা ইদ্রিস মোল্লা জানান, দীর্ঘদিন জমির পাট্টা জন্য বহু জায়গায় ঘুরেছি। আজ সরকারিভাবে সেই পাট্টা দেওয়া হলো প্রশাসনকে অনেক ধন্যবাদ।

Related posts

কোঁচমালী পঞ্চায়েতে বিক্ষোভ ও জি টি রোড অবরোধ গ্রামবাসীর

E Zero Point

তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বঃ নিজের দলেরই ৭ প্রধানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা বিধায়কের

E Zero Point

সাগরদীঘিতে সাস্থ্য বিষয়ক আলোচনা সভা

E Zero Point

মতামত দিন